পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বলিউডে যেন চলছে উৎসবের মরশুম। ইতিমধ্যেই সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি সাত পাকে বাঁধা পরেছেন। আর তার মাঝেই আবারো এক ধামাকাদার খবর। সূত্রের খবর, প্রভাস এবং কৃতি শ্যানন খুব শীঘ্রই বাগদান সারতে চলেছেন।
যদিও এই শুভ খবরটি প্রভাস বা কৃতি নিজে থেকে এখনো পর্যন্ত প্রকাশ করেননি। চিত্র সমালোচক উমর সাধুর টুইটার থেকেই আমরা তাদের এই বাগদানের খবরটি জানতে পারি। তিনি তাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়ে নিজের টুইটার প্রোফাইল থেকে একটি বার্তা লিখেছেন। তাদের জন্য তিনি ভীষণ আনন্দিত। প্রভাস ও কৃতি খুব শীঘ্রই মালদ্বীপে পাড়ি দেবে বলে জানিয়েছেন।
এখনো অব্দি কোনদিনই প্রভাস বা কৃতি তাদের প্রেম সম্পর্কে জনসমক্ষে কিছুই ঘোষনা করেননি। তবে এমনটাই শোনা গিয়েছে যে, ‘আদিপুরুষ’-এ একত্রে কাজ করতে গিয়ে তাদের প্রেমের শুরু হয়। এরপর সেই প্রেমই বাড়তে বাড়তে বাগদানের সিদ্ধান্তে আসেন প্রভাস ও কৃতি। কফি উইথ করণ নামক টকশোতেও প্রীতি প্রথমে প্রভাসকে ফোন করেছিলেন। আর এই ঘটনা থেকেই ভক্তরা আঁচ করেছে পুরো ব্যাপারটই।
এর আগে প্রভাসের সঙ্গে অনুষ্কা শেট্টির সম্পর্কের গুঞ্জন রটেছিল। তবে কোন কিছুই প্রকাশ্যে আনেননি প্রভাস। কৃতি ও প্রভাস তারা দুজনেই তাদের ক্যারিয়ারের যথেষ্ট প্রতিষ্ঠিত এবং তারা তাদের ক্যারিয়ার নিয়ে অত্যন্ত ব্যস্ত। তাই হয়তো তারা দুজনেই তাদের ভক্তদেরকে নিজে মুখে এখনো বাগদানের খবরটি জানাতে পারেননি।