পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করণা আক্রান্ত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার স্ত্রী মীরা ভট্টাচার্য। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধবাবু। জানা যাচ্ছে বুদ্ধবাবু এবং তার স্ত্রী কেউই বাড়ি থেকে তেমন বের হননি এই মহামারিতে। এমনকি অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ মেনে এমনকি এবারের নির্বাচনে ভোট দিতে যাননি তিনি।
সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার স্ত্রী মীরাদেবীর শরীর ভালো যাচ্ছিল না। তাদের চিকিৎসক কোভিড টেস্ট করার পরামর্শ দেন এবং তারপরেই তাদের দুজনেরই কোভিড টেস্ট করানো হয়। সেই টেস্ট রিপোর্ট আসার পর জানা যায় তাদের দুজনেরই শরীরে করোনার সংক্রমণ হয়েছে।
রিপোর্ট পজিটিভ আসার পর শারীরিক অবস্থার অবনতি হয় মীরাদেবীর। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় তাকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অনেকদিন ধরেই নিজস্ব চিকিৎসকের তদারকিতে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তিনি নিজের চিকিৎসা করাতে হাসপাতালে যেতে ইচ্ছুক নন। এখনো পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে বুদ্ধদেব বাবুর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। তবে তার শারীরিক অবস্থা আপাতত যথেষ্ট স্থিতিশীল।
বাড়িতেই বুদ্ধদেব বাবুর উপরে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা। অনেক সিপিএম নেতৃত্বের ইচ্ছা বুদ্ধবাবুর চিকিৎসা হাসপাতালে হোক। তবে অবস্থা এখন স্থিতিশীল হওয়ার তাকে বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।