পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- নাইট কারফিউ (Night Curfew) জারি হল পশ্চিমবঙ্গে ! বিশ্বজুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে করোনার তৃতীয় ঢেউ এবং তার প্রভাব ভারতেও পড়বে বলে আশঙ্কা করছেন অনেকেই। এই কারনে ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যের সরকার গুলি করোনার মোকাবিলা করার জন্য নতুন নতুন পন্থা গ্রহণ করেছে।
করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও ঘোষণা করা হলো যে, রাত ৯ টার পর যদি কেউ বিনা কারণে রাস্তায় বের হয় তাহলে তাকে জরিমানা করা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানান, যদি প্রয়োজন ছাড়া রাত্রি ৯ টার পড়ে কেউ বাড়ি থেকে বের হয়, তাহলে তাকে মোটা টাকা জরিমানা করা জেতে পারে এবং মুখ্য সচিব জেলা প্রশাসনকে এ বিষয়ে কড়া বার্তা দিয়ে রেখেছেন।
গতকাল রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসক এর সাথে বৈঠক করেন। এই বৈঠক এ রাজ্যের করোনার তৃতীয় ঢেউ কিভাবে আটকানো যাবে তা নিয়ে আলোচনা হয়। রাজ্যের মুখ্যসচিব জেলা প্রশাসকদের বলেন নির্দিষ্ট সময়ে দোকান খোলা এবং বন্ধ হচ্ছে কিনা তার ওপর কড়া নজর রাখতে। তিনি আরো বলেন যে রাজ্য তরফ থেকে দেওয়া গাইডলাইন মেনে চলতে হবে সবাইকে।
এছাড়া রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী নাইট কারফিউ এর ঘোষণা করেন। তিনি বলেন রাত ন’টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত যদি কেউ বিনা কারণে বাড়ি থেকে বের হয় তাহলে তাকে জরিমানা করা যেতে পারে এবং কেউ এই নিয়ম যদি ভাঙতে চান তাহলে জেলা প্রশাসকদের কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ ইউরোপ এবং আমেরিকাতে যথেষ্ট প্রভাব ফেলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এর তরফে ইতিমধ্যেই এই নিয়ে আশঙ্কা জারি করে বলা হয় যে, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ভারতে করোনার তৃতীয় ধাক্কা আছড়ে পড়তে পারে।