west bengal health recruitment, govt. jobs, west bengal, medical officer recruitment in west bengal, পশ্চিমবঙ্গ, রাজ্য স্বাস্থ্যদপ্তর, সরকারি চাকরি, পশ্চিমবঙ্গে মেডিকেল অফিসার নিয়োগ
West Bengal Health Recruitment Board : স্বাস্থ্য দপ্তরে শুরু হবে নিয়োগ! বিস্তারিত পড়ুন... | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি রাজ্য স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে রাজ্য স্বাস্থ্যদপ্তরের নিয়োগ প্রক্রিয়ার বিশদ তথ্য উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, প্রায় দেড় হাজারেরও বেশি পদে নিয়োগ করা হবে রাজ্য স্বাস্থ্যদপ্তরে। নিম্নে বিস্তারিত তথ্য…

এই নিউ প্রক্রিয়াটি সম্পূর্ণ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড-এর পক্ষ থেকে (West Bengal Health Recruitment Board) হতে চলেছে। স্বাস্থ্যদপ্তরে ‘মেডিকেল অফিসার’-এর জন্য নিয়োগ পদ্ধতি চালু করা হবে। এই মেডিকেল অফিসার পদের মধ্যেও দুইটি ভাগ রয়েছে। এই পদে নিয়োগ হতে চলেছে ১৪২৯ জনের।

১৪২৯ জনের মধ্যে ৭৫০ টি শূন্য পদ রয়েছে মেডিকেল অফিসার (GDMO) পদের এবং বাকি ৬৭৯ জন নিয়োগ হবে মেডিকেল অফিসার (স্পেশ্যালিস্ট) পদে। মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) পদে আবেদন করতে হলে ওই চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৪০-এর মধ্যে। মেডিক্যাল অফিসার (GDMO) পদে আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।

দুটি পদের জন্যই আবেদনকারীকে অবশ্যই একটি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করতে হবে। মেডিকেল অফিসার জিডিএমও এবং মেডিকেল অফিসার স্পেশালিস্ট উভয় পদের জন্যই প্রতি মাসে বেতন হবে ১৫,৬০০ টাকা থেকে ৪২,০০০ টাকা পর্যন্ত।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে দুটি পদের জন্যই প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নেয়া হবে। SC/ST/PWD ক্যাটাগরির প্রার্থীদের জন্য কোন আবেদন মূল্য আবশ্যক নয়। বাকি সকল সাব-ক্যাটাগরি প্রার্থীদের এই পদে আবেদন করার জন্য ২১০ টাকা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ ডিসেম্বর থেকে ২৩শে ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীকে আবেদন করতে হবে অনলাইনে।