পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত মাসে নিম্নচাপের পর থেকেই আস্তে আস্তে ঠাণ্ডা পড়তে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। সেই ধারা বজায় রেখে আগামী সপ্তাহে ক্রমশ উত্তুরে হওয়ার প্রভাব বাড়বে রাজ্যে। তার ফলে ঠান্ডার আমেজ ক্রমশ বাড়বে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। ডিসেম্বরের শেষ সপ্তাহে দার্জিলিং-এ তুষারপাত হতে পারে। গত সপ্তাহে ইতিমধ্যেই সিকিমে তুষারপাত হয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা গুলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিল ৮৩ শতাংশ। গত কালের মতো আজও রৌদ্রজ্বল দিন থাকবে। বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে ভ্রমণপিপাসুরা বেজায় খুশি। যারা পাহাড়ে বরফ উপভোগ চান তারা ইতিমধ্যে খোঁজ খবর নিতে শুরু করেছে। গত দু-তিন দিনের মধ্যে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রির কাছাকাছি কমে গিয়েছে। ভোরের দিকে দেখা যাচ্ছে কুয়াশা এবং সন্ধ্যা নামতেই যথেষ্ট পরিমাণে শিশির পড়ছে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি কমে গিয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে যে, রাজ্যে এখনই হাড় কাপানো কনকনে ঠান্ডা পড়ছে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার যা পূর্বভাস রয়েছে তাতে আগামী এক সপ্তাহে আবহাওয়ার বিরাট কিছু পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। আবহাওয়ার একই অবস্থা থাকবে গোটা উত্তরবঙ্গ জুড়েও। এমনকি ঝাড়খন্ড, বিহার লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।