নরেন্দ্র মোদী, মোদী, narendra modi, pm, corona vaccine, coronavirus
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ দেশজুড়ে আবার চিন্তায় ফেলে দিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজারের বেশি।

বর্তমানে দেশের কয়েকটি রাজ্যে করোনা পরিস্থিতি বিপদজনক হয়ে উঠেছে। তারই মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্রিশগড়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এই রাজ্য গুলি করোনা সংক্রমণে রেকর্ড গড়েছে।

ইতিমধ্যেই মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৯০৭ জন। দেশে এখন মোট করোনা অ্যাক্টিভ এর সংখ্যা ৯ লক্ষ্য ৫ হাজার ২১ জন।

আজ বৃহস্পতিবার সকালে করোনার বিরুদ্ধে লড়তে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে তিনি দিল্লির (AIIMS) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স থেকে প্রথম কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন ১ লা মার্চ। আজ ৮ ই এপ্রিল বৃহস্পতিবার সকালে ফের তিনি করোনার টিকা নিলেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স থেকেই।

করোনার টিকা নেওয়ার পর ভারতবাসীর উদ্দেশ্যে তিনি একটি টুইট করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ছবিও শেয়ার করেছেন তিনি।

দেশের প্রধানমন্ত্রী করোনার দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পর ট্যুইট করে জানিয়েছেন, “আজ এই মাসে কভিড-১৯  টীকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাস কে হারানোর জন্য হাতেগোনা কয়েকটি মাত্র উপায় আছে তার মধ্যে অন্যতম হলো টিকাকরণ। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন তাহলে ডোজ নিন। কো-উইন এ রেজিস্টার করুন।”

দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। করোনা সংক্রমণ রুখতে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৬০ বছরের বেশী প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের উর্ধ্বে সকলকেই টিকা নেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।