করোনা ভাইরাস, লক ডাউন, নবান্ন
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাস মোকাবিলায় সারা রাজ্যে জারি হয়েছে আংশিক লকডাউন। গতকাল করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সারা রাজ্যে কিছু সময়ের বন্ধ করাাপরিষেবা। বন্ধ রাখা হয়েছে সমস্ত শপিং মল, দোকান, বাজার, সিনেমা হল, বড় বড় বাজার সমস্ত বন্ধ রাখা হয়েছে।

আজ সকাল থেকেই সমস্ত বাজার ঘাট শুনশান। শহরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে কলকাতা পুলিশ। শহরের বাজারঘাট যাতে সমস্ত নিয়ম-নীতি মেনে খোলা এবং বন্ধ করে তার ওপরে নজর রেখেছে সরকার।

সারা দেশের মত রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা প্রতি নিয়ত হু হু করে বেড়ে চলেছে। এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই গতকাল নবান্নের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। করোনার চেন ভাঙতেই এই সিদ্ধান্ত নেয় সরকার।

এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে, বর্তমান করোনা পরিস্থিতি বিচার করে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হচ্ছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ রাখা হয়েছে সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, স্পা, জিম, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স এবং রেস্তোরাঁ। এর সাথে বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় জমায়েত।

এর সাথেই নিষেধাজ্ঞা জারি হয়েছে সমস্ত বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের ওপর। এছাড়াও বাজার সকাল ৭ টা থেকে সকাল ১০ টা এবং বিকেল ৩ টে থেকে বিকেল ৫ টা অবধি খোলা থাকার নির্দেশ জারি হয়েছে। অর্থাৎ সমস্ত বাজার এবং হাট রোজ ৫ ঘণ্টা করে খোলা থাকবে। সরকারের পরবর্তী নির্দেশ আসা অবধি এই নিয়ম লাগু থাকবে।

এছাড়াও বাতিল হয়ে গেছে মাধ্যমিক, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। এছাড়া আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফলাফল। সেই ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। করা যাবে না কোনও বিজয় মিছিল। নবান্নের পরবর্তী নির্দেশ আসা অবধি এই নিয়ম বহাল থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার।