পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- সারা দেশজুড়ে যখন পেট্রোল ও ডিজেলের দাম সাধারণ মানুষের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তখন পেট্রোলের দাম ও ডিজেলের দাম নিয়ে এক অদ্ভুত মন্তব্য করলেন বিহারের মন্ত্রী নারায়ণ প্রসাদ।
দেশের বিভিন্ন জায়গায় পেট্রোলের দাম প্রতি লিটারে পার করেছে ১০০ টাকার গণ্ডি। পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার ফলে তার প্রভাব পড়ছে বাজারের বিভিন্ন দ্রব্যের মূল্যে। তবে বিহারের মন্ত্রী নারায়ণ প্রসাদ সংবাদমাধ্যমের সামনে এসে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে বলেন “সাধারণ মানুষ বেশিরভাগ বাসে চড়ে। সাধারণ মানুষের নিজস্ব গাড়ি কম রয়েছে। মানুষের কাছে গাড়ি না থাকলে পেট্রোলের দাম বাড়লে কিসের অসুবিধা ?”
বাজারের মূল্য বৃদ্ধি নিয়ে মন্ত্রী নারায়ণ প্রসাদ কে প্রশ্ন করা হলে উনি বলেন “মূল্যবৃদ্ধি আমার ওপরেও প্রভাব ফেলেছে। মানুষ এতে অভ্যস্ত হয়ে যাবে। তখন আর এত সমস্যা হবে না।” পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার নিতে চলেছে নতুন কর্মসূচি।
তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায় শনিবার মিছিল দিয়ে শুরু হচ্ছে প্রতিবাদী কর্মসূচি। বেহালায় মিছিল হবে রবিবার। পেট্রোল-ডিজেলের দাম বাড়ার সাথে সাথে দামও বেড়েছে জ্বালানি গ্যাসের। কেন্দ্রীয় সরকারকে ঘোরার জন্য এই মূল্যবৃদ্ধি ভালো সুযোগ হতে পারে বিরোধীদের জন্য।
পশ্চিমবঙ্গে আসন্ন ২০২১ বিধানসভা ভোটের আগে জ্বালানি গ্যাস এবং পেট্রোলের মূল্যবৃদ্ধি বিজেপি পার্টির জন্য বাধা সৃষ্টি করতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অরগানাইজেশন অফ দ্যা পেট্রোলিয়াম এক্সপোটিং কান্ট্রিজ এর কাছে তেলের রপ্তানি মূল্য কমানোর জন্য আবেদন করেছেন। তবে জ্বালানি গ্যাস এবং পেট্রোলের মূল্য বৃদ্ধি যদি কেন্দ্রীয় সরকার কমাতে না পারে তাহলে বেকায়দায় পড়বে সাধারন মানুষ।