নিজস্ব সংবাদদাতাঃ- শুরুটা হয়েছিল ২০০৭ সালে ওম শান্তি ওম দিয়ে। তারপর একের পর এক চড়াই-উতরাই কে সঙ্গে নিয়ে পেছনে ফিরে দেখতে হয়নি আমাদের মাস্তানিকে। কিন্তু আজ অনেক বছর পর নিজের পুরনো স্মৃতিতে ফিরে দেখলেন নায়িকা।
নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি পোস্ট করে জানিয়েছেন “যুদ্ধ হোক বা ভালবাসা, আবেগ দিয়ে লড়ে গিয়েছে মস্তানী। রাস্তা যতই কঠিন হোক, নিজের গন্তব্য বেছে নিতে ভয় করেনি সে। ঝড়ে মাথা নত নয়। নিজের জায়গায় অটল সে। ভালবাসা এতই মজবুত যে তা সমাজের সব বাধা নিষেধ ভেঙে মিলন ইনে দিয়েছে।”
View this post on Instagram
এই আবেগ-ভরা পোস্টটি দীপিকা নিজের উদ্দেশ্যেই লিখেছেন। ‘বাজীরাও মস্তানীর’ বয়স এখন ৫। দীপিকা নিজের জীবনের সাথে মস্তানীর জীবনকে খানিকটা মিলিয়ে দিয়েছেন। অক্লান্ত পরিশ্রম এবং সুদূর লড়াই তিনিও করেছেন ঠিক মস্তানীর মত।
জীবনের প্রথম দিকে অবসাদের সাথে মুখোমুখি হতে হয়েছিল নায়িকাকে। রণবীর কাপুরের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজেকে আরো শক্তভাবে গড়েছিলেন তিনি। এরপর আরো একবার তার জীবনে প্রেম আসে রণবীর সিং-এর হাত ধরে। পেশাগত দিক থেকে রণবীর এবং দীপিকা যথেষ্ট সাফল্য অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে তারা একে অপরের সাথে যথেষ্ট সুখী এবং 2018 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা ।
কিন্তু কিছুদিন আগে একটি গুরুতর বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন দীপিকা পাড়ুকোন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর বলিপাড়ার মাদক চক্রের তদন্তের নামের মধ্যে উঠে আসে দীপিকার নাম। এরপর চলে নানান জিজ্ঞাসাবাদ এবং অবিরাম সোশ্যাল মিডিয়ার ট্রোলিং। কিছুদিন আগেই এনসিবির দ্বারা তার ফোন বাজেয়াপ্ত করা হয় এবং পাঠানো হয় ফরেনসিকের উদ্দেশ্যে।
নিজের মনকে স্থির করে আবার কাজ শুরু করেছেন তিনি। কয়েকদিন আগেই একটি ছবির শুটের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন গোয়াতে, সেখানে চুটিয়ে শুটিং করেছেন তিনি। এসব ঝড়ঝাপটার মধ্যে সব সময় পাশে পেয়েছেন তার রিয়েল লাইফ ‘বাজিরাও’ কে। জীবনে যখন ভালোবাসার অর্থ ভুলে গেছিলেন তখন তার হাত ধরেছিল রণবীর। এনসিবির কঠোর জেরার সময়ও হাত ছাড়েননি রণবীর।