সৃজিত মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গত ২ রা মে রাজ্যে প্রকাশিত হয়েছে বিধানসভা ভোটের ফলাফল। ভোটে জিতে টানা তৃতীয় বারের জন্য বাংলার মসনদে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল কংগ্রেসের ভোটে জেতার পর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিরোধী দলগুলোর ওপর হিংসার খবর উঠে আসছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন টলিউডের শিল্পীরা।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তার টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেন এবং লেখেন “সিপিএমের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। রেড ভলেন্টিয়ার যারা কোভিডের বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রম চালাচ্ছে, তাদের আক্রমণ করা হয়েছে। বিজেপি কর্মীদের মারা হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে এবং খুনও করা হচ্ছে। এ আবার কি ধরনের বিজয় উৎসব ? এর তীব্র নিন্দা করছি।”

বাংলার জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় টুইট করে লেখেন “আপনাদের অনুরোধ করছি, জয় এর পরে বিনয়ী হন। এখন আমাদের শুধুমাত্র একটা যুদ্ধের উপর এই মনোযোগ দেওয়া উচিত সেটা হলো এই মরণ ভাইরাস।”

ভোটের ফলাফল বেরোনোর পর রাতেই কাঁকুড়গাছিতে খুন হন এক বিজেপি কর্মী। পরের দিন সকালে খবর আসে বির্তকিত শীতলকুচি থেকে। সেখানে একজন বিজেপি কর্মীকে মাথায় গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতি নিয়ে রাজ্য বিজেপির প্রেসিডেন্ট দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের সামনে এসে জানিয়েছেন একাধিক জায়গায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে এবং বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে।

ভোট-পরবর্তী হিংসার খবর পাওয়ার পর আজ রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জেপি নাড্ডা।