ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- কিছুদিন আগে থেকেই কেন্দ্র সরকার সকল রাজ্যের মধ্যে করোনা টিকা বণ্টনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু এবার কেন্দ্র নিজেই প্রত্যেকটি রাজ্যকে পৃথকভাবে করোনার টিকা কেনার জন্য পরামর্শ দেয়। কেন্দ্রের এই পদক্ষেপে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বেশ ক্ষুব্ধ। তিনি বলেন, পাকিস্তান যদি ভারত আক্রমন করত, তখন রাজ্যগুলোকে কি আলাদা আলাদাভাবে অস্ত্রের যোগান দিতে হতো ?

গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন মানুষ। প্রথমের দিকে যখন করোনার দ্বিতীয় স্রোত ভারতবর্ষে হামলে পড়েছিল, সেই সময়ের সংক্রমনের তুলনায় এখন সংক্রমণ অনেকটাই কমেছে। সাথে সাথে মৃত্যুহারও হ্রাস পেয়েছে।

কেন্দ্রের এই ধরনের পরামর্শের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, রাজ্যগুলিকে আলাদা করে টিকা কেনার কথা বলা হয়েছে। কিন্তু রাজ্যগুলি পৃথকভাবে উদ্যোগ নিলেও তারা টিকা কিনতে পারছে না। বিভিন্ন রাজ্যের মতো আমরাও গ্লোবাল টেন্ডার ডেকেছি। টিকা সংস্থাগুলির সাথে যোগাযোগ করা হয়েছে। তবে তারা আমাদের কাছে টিকা বিক্রি করতে রাজি নন।

মূলত টিকাকরণের ব্যাপারটি প্রথমে সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের দায়িত্বে ছিল। কিন্তু পরবর্তীকালে রাজ্যগুলিকে নিজেদের মতো টিকা কিনে নেওয়ার পরামর্শ দেয় কেন্দ্র। বিভিন্ন রাজ্য সমস্যায় পড়ে যায়। কারণ টিকা উৎপাদনকারী সংস্থাগুলি রাজ্য-সরকারের সাথে কোনরকম চুক্তিতে করতে রাজি নয়। কাজেই রাজ্যগুলিকে আলাদাভাবে টিকা কিনতে বলার পর দিল্লির মুখ্যমন্ত্রী এই বক্তব্য প্রকাশ করেন।

অরবিন্দ কেজরিওয়াল আরো বলেন, পাকিস্তান ভারত আক্রমণ করলে কি রাজ্য সরকারগুলি নিজেরা আলাদা আলাদাভাবে অস্ত্র প্রস্তুত করত ? তখন কেন্দ্র কি দিল্লিকে পরমাণু বোমা কেনার পরামর্শ দিত ? উত্তরপ্রদেশ সরকারকে ট্যাঙ্ক কেনার কথা বলা হত ?