পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বিশিষ্ট ভোট কৌশলী প্রশান্ত কিশোর কি করবেন তা নিয়ে বিভিন্ন মানুষ নানা রকম মতবাদ দিয়েই চলেছেন। গত ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির উপর বড় জয় পাওয়ার পর ২০২৪-এ বিজেপিকে হারাতে অনেকেই প্রশান্ত কিশোরের মুখের দিকে চেয়ে আছেন।
প্রসঙ্গত, বাংলার বিধানসভা নির্বাচনের পর প্রশান্ত কিশোর ভোট কৌশলী হিসেবে আর কাজ করবেন না বলে জানিয়েছিলেন। তবে তিনি বলেছিলেন এক বছর বিরতি নিয়ে তার পরবর্তী পদক্ষেপের কথা জানাবেন তিনি।
কিন্তু ইদানিং চার রাজ্যে ভোটে জেতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় জনতা পার্টির দপ্তর থেকে তাদের কর্মীদের জন্য দেওয়া উদ্দেশ্যে বলা কথাকে কটাক্ষ করেন প্রশান্ত কিশোর। এই কারণেই বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
চার রাজ্যে ভোটে জেতার পর নরেন্দ্র মোদি বিজেপির কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন “যারা ২০২৪ এর আগে এই নির্বাচনকে সেমিফাইনাল বলছিল। তারা এখন ২০২৪ এর ফলাফল কি হবে সেটা জেনে গিয়েছে।”
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর তাকে নিশানায় নিয়ে প্রশান্ত কিশোর টুইটারে লিখেছিলেন, “কোন রাজ্যের ভোট ২০২৪ এর ভাগ্য নির্ধারণ করবে না। দেশের জন্য আসল লড়াই ২০২৪ এ হবে। সাহেব খুব ভাল করে জানেন এটা। তিনি বিরোধীদের ওপর একটি মানসিক চাপ তৈরি করতে চাইছেন। তার এই ফাঁদে কেউ পা দেবেন না।”
এরপর একটি সর্বভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রশান্ত কিশোর নিজের ভবিষ্যৎ নিয়ে বলেন, “আমার পরবর্তী পদক্ষেপ কি হবে ? তার ঘোষণা করব আগামী ২রা মে। আমাকে নিয়ে বাড়তি জল্পনা তৈরি করার কোন দরকার নেই।”
বিজেপির বাংলায় ভরাডুবি হওয়ার পর এ বছর ফের ঘুরে দাঁড়িয়েছে তারা। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মনিপুরে সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে উত্তরপ্রদেশে বিজেপি জয়লাভ করার পর যেন আগামী ২০২৪ এর ফলাফল পরিষ্কার হয়ে গিয়েছে সবার কাছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।