বিধানসভা ভোট, ভোট গণনা, তৃণমূল, বিজেপি, দিলীপ ঘোষ, পার্থ চ্যাটার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে আট দফায় চলা বিধানসভা ভোটের চূড়ান্ত রায় আজ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ভোট গণনার কাজ। সেক্ষেত্রে বাংলার মানুষের ভবিষ্যৎ কি ? কোন পথে এগোবে বাংলার গতি তা ঠিক করবে আজ চূড়ান্ত ভোট গণনা।

রাজ্যে দীর্ঘতম অর্থাৎ আট দফা ভোট গ্রহণে ২৯২ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে গত ২৯ শে এপ্রিল। আজ ২ রা মে সেই দীর্ঘতম ভোট গ্রহণ পর্বের শেষের পর আজ হবে ভোট গণনা পর্ব। যেহেতু এবার করোনার দাপট সবথেকে বেশি সেক্ষেত্রে এই করোনা অতিমারির জন্য সমস্ত দিক বিবেচনা করে এবং সাবধানতা অবলম্বন করেই গণনা করতে হবে আজকে এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে অনেকটা বেশী সময় লেগে যাবার আশঙ্কা করা হচ্ছে।

এবছর বিধানসভা ভোট অন্যবারের থেকে একটু আলাদা। এবারে শাসক দল অর্থাৎ তৃণমূল এবং প্রধান বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপির মধ্যে লড়াই একেবারে হাড্ডাহাড্ডি। এমত অবস্থায় পরিবর্তন ঘটিয়ে বিজেপি সরকার গঠন করবে না রাজ্যে তৃতীয় বারের জন্য তৃণমূল সরকার গঠন করবে তা এখনও কিছু স্পষ্ট করে বলা যাচ্ছে না।

আজ চূড়ান্ত ভোট গণনা পর্বে, দলীয় কর্মীদের শান্তিপূর্ণ ভাবে ভোট গণনা পর্বে অংশ নেওয়ার পরামর্শ দেন দিলীপ ঘোষ এবং তিনি আরও বলেন যে,” বাংলায় নতুন সরকার আসছে। সরকার বদলের পরে বোমা গুলির আওয়াজও থেমে যাবে।” অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জি বলেন যে, ” কোনও গুজবে কারো কান দেবার প্রয়োজন নেই। বাংলার শান্তি এবং উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই পর্যাপ্ত সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের সরকার গঠিত হবে।”