হোয়াটসঅ্যাপ, Privacy policy, whatsapp
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিশ্বের সর্বাধিক বৃহত্তম মেসেঞ্জিং অ্যাপ হল হোয়াটস্যাপ। চলতি বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপ সংস্থা ঘোষণা করেছিল, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি স্বীকার না করলে ডিলিট করে দেওয়া হবে হোয়াটস্যাপ একাউন্ট। তবে এবার বড়সড় রদবদল দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে।

নয়া প্রাইভেসি পলিসি নিয়ে বড় বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থাকে। হোয়াটসঅ্যাপের এই নয়া নীতি ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নেই বলেই প্রশ্ন উঠেছিল বহুবার। কিন্তু হোয়াটসঅ্যাপ সংস্থা ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে বলে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের নিজস্ব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীদের কাছে স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করছে।

হোয়াটসঅ্যাপ, Privacy policy, whatsapp
ছবিঃ সংগৃহীত

তবে এই হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয় বলে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের হয়। ৮ ই ফেব্রুয়ারি তাদের নয় প্রাইভেসি পলিসি লাগু হবে বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নয়া প্রাইভেসি পলিসি স্বীকার না করলে অকেজো হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তবে দিল্লি হাইকোর্টে মামলার জেরে সেই নীতি রিমাইন্ডার করে হোয়াটসঅ্যাপ সংস্থা।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে চিঠি বাস মালিকদের ! আগামী ১৭ ই মে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসবে তারা

বৃহত্তম মেসেঞ্জিং অ্যাপ হোয়াটস অ্যাপ সংস্থার পক্ষ থেকে পরবর্তীতে  জানানো হয়েছিল, ১৫ ই মে এর মধ্যে নয়া নীতি স্বীকার না করলে ডিলিট করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হাতে গুনে মাত্র আর কয়েকটা দিন বাকি এর মধ্যেই হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছেন, “নয়া নীতি স্বীকার করার সময়সীমা বাতিল করা হয়েছে। ১৫ ই মে এর পর হোয়াটসঅ্যাপ ইউজাররা প্রাইভেসী পলিসি স্বীকার না করলে কোন হোয়াটসঅ্যাপ একাউন্ট বাতিল করা হবে না।”

এবার হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে খুবই আনন্দের খবর। নয়া প্রাইভেসি পলিসি গ্রহণ করা ছাড়াই ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ।