পশ্চিমবঙ্গ ডেস্কঃ অতিমারি করোনার রাশ টানতে মরিয়া গোটা দেশ। হাসপাতাল গুলিতে পাওয়া যাচ্ছেনা বেড। পর্যাপ্ত পরিমাণে কোভিড চিকিৎসার ঔষধ নেই। আকাল দেখা দিয়েছে অক্সিজেনের। অক্সিজেন সংকট নিয়ে দেশের বিভিন্ন রাজ্যেই উঠছে অভিযোগ।
তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, তার রাজ্যে অক্সিজেনের কোনো ঘাটতি নেই। এমনকি তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি কেউ এমন কোনো গুজব রটায়, তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি ভেসে উঠেছে। জানা যাচ্ছে ছবি দুটি উত্তরপ্রদেশের। ছবি দুটি দেখার পর উত্তরপ্রদেশ সরকারের এহেন দাবি নিয়ে বিবর্ণ মুখ ভেসে উঠছে। সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি ভাইরাল হয়েছে তারই মধ্যে একটিতে দেখা যাচ্ছে, একটি লাল সেডানের ছাদের উপর সাদা চাদরে মোড়া একটি শবদেহ।
জানা গিয়েছে, এটি উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা। ওই দেহটি মোহিত নামের এক ব্যক্তির বাবার দেহ। ওই ব্যক্তির বাবা করোনা আক্রান্ত হয়ে মারা যান। তবে শেষ কার্য সম্পন্ন করার জন্য শববাহী গাড়ি বা অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। শববাহী কোন গাড়ি না পাওয়ায় অবশেষে নিজের গাড়ির ছাদে বাবার দেহ বেঁধে শেষ কার্য সম্পাদনের জন্য নিয়ে গেলেন ছেলে মোহিত।
সম্প্রীতি আরেকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটিতে দেখা যাচ্ছে, অটোর মধ্যে কোন রকমে শুয়ে আছেন এক ব্যক্তি এবং তার মুখে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন তার স্ত্রী। জানা গিয়েছে, ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয়। কিন্তু প্রয়োজনীয় অক্সিজেন পাওয়া যাচ্ছিল না কোথাও। অক্সিজেন না মেলায় স্বামীর মুখে মুখ দিয়ে কৃত্রিম ভাবে অক্সিজেন দিতে থাকেন স্ত্রী।
https://twitter.com/_AHMEDSAYS_/status/1386503734218432513
তবুও শেষ রক্ষা করতে পারলেন না স্ত্রী। করোনার দ্বিতীয় কেউ কেড়ে নিয়ে গেল স্বামীর জীবন। এটিও উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা বলে দাবি করা হয়। উত্তরপ্রদেশে করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সমাজবাদী পার্টি নেতা রামগোপাল বাঘেল, এই করোনা পরিস্থিতির জন্য অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এর দিকেই।