saraswati puja, west bengal, সরস্বতী পূজা, পশ্চিমবঙ্গ
এ বছর কবে, কোন তিথিতে সরস্বতী পুজো? বিধিপূর্বক আরাধনার সঠিক সময়? বিস্তারিত জানুন

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ স্কুল-কলেজের শিক্ষার্থীরা সারাবছর অপেক্ষারত থাকে সরস্বতী পূজার জন্য। সরস্বতী পুজোকে বাসন্তী পঞ্চমীও বলা হয়ে থাকে। তবে জানেন কি এই বছর অর্থাৎ ২০২৩ সালে কবে, কোন তিথিতে সরস্বতী পূজা পড়েছে? এক নজরে দেখে নিন এই বছরের সরস্বতী পুজোর যাবতীয় তথ্য।

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে। মা সরস্বতী শ্বেত শুভ্র সাজে, হাতে বিনা নিয়ে আসেন সকলকে আশীর্বাদ করতে। এই দিন প্রত্যেকটি স্কুল কলেজে এবং ছাত্রছাত্রীদের বাড়িতে এই পুজো হয়ে থাকে। ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী পুজো মানেই আনন্দ, মজা, হই হুলোর।

এই দিন ছেলেমেয়ে মেয়েদের বেশিরভাগই হলুদ শাড়ি পাঞ্জাবিতে দেখা যায়। সরস্বতী পুজোর এই দিনে হলুদ পোশাক পরার কারণ হলো হলুদ রং মানুষের মনে ইতিবাচক প্রভাব তৈরি করে। প্রকৃতিতে যখন হলুদ রং সেজে ওঠে তখন তা ভীষণই সুন্দর লাগে। প্রত্যেকবারই সরস্বতী পুজো করার জন্য পাঁচ ঘন্টারও বেশি সময় থাকে।

এই বছর অর্থাৎ ২০২৩ সালে সরস্বতী পূজার দিন ২৬শে জানুয়ারি এবং বাংলায় ১১ই মাঘ। ২৫শে জানুয়ারি দুপুর ১২:৩৪ মিনিটে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে। তবে উদয় তিথি অনুযায়ী সরস্বতী পুজো হবে ২৬শে জানুয়ারি। এই দিন পূজোর শুভ সময় হল সকাল ৭:১২ থেকে দুপুর ১২:৩৪ মিনিট পর্যন্ত।

সনাতন ধর্মে মা সরস্বতী শ্রেষ্ঠ এবং মা সরস্বতীর আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে কারণ দেবী সরস্বতী হল জ্ঞানের দেবী। জগতের সবকিছুর ঊর্ধ্বে জ্ঞান এবং সেই কারণেই মা সরস্বতী সর্বশ্রেষ্ঠ। কথিত আছে যে, বাসন্তী পঞ্চমীর শুক্লা তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হলে মা লক্ষ্মী ও মা কালীর আশীর্বাদও লাভ করা যায়। এই দিন সকল শিক্ষার্থীরা তাদের বিদ্যা-বুদ্ধির জন্য মা সরস্বতীর কাছে ভক্তি ভরে প্রার্থনা করে।