পশ্চিমবঙ্গ ডেস্কঃ মহামারী করোনা পরিস্থিতির কারণে গত বছর পিছিয়ে গিয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে এবার করোনা পরিস্থিতির মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিপত্র ঘোষণা করা হবে আগামীকাল।
আগামীকাল দুপুর দুটো নাগাদ সংসদ ও পরিষদ যৌথভাবে পরীক্ষার নির্ঘণ্ট ও সময়সীমা ঘোষণা করবে। প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবছর মাধ্যমিক পরীক্ষার আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আগে থেকেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২৮ শে মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, চলতি বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে এর দিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে।
আরও পড়ুনঃ লকডাউন চলাকালীন খুচরো দোকানপাট গুলির উদ্দেশ্যে নয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা
তবে করোনাকালের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের দিকেও ভাবনা-চিন্তা করে নয়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “করোনা পরিস্থিতির জেরে নিজ নিজ স্কুলেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার কারণে গাড়ি ঘোড়া চড়ে অন্য কোথাও পরীক্ষা দিতে যেতে হবে না। তাতে করে কিছুটা হলেও সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে।”
এছাড়াও পরীক্ষার সময় সীমার ক্ষেত্রে তিনি জানিয়েছেন, “তিন ঘন্টার পরীক্ষার বদলে দেড় ঘণ্টায় পরীক্ষা নেওয়া হবে। তবে ৩ ঘন্টার পরীক্ষা হলে যতগুলি প্রশ্নের উত্তর দিতে হতো, তা আর দেওয়া লাগবে না। যেখানে দশটা প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে পাচটা প্রশ্নের উত্তর দিলেই চলবে।”
এবছর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে শুধু আবশ্যিক বিষয়গুলি পরীক্ষা নেওয়া হবে। মাধ্যমিকের ক্ষেত্রে আবশ্যিক ৭ টি বিষয় পরীক্ষা নেওয়া হবে এবং ঐচ্ছিক বিষয় গুলির নম্বর নিজ নিজ স্কুল অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নাম্বার দেবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে আবশ্যিক ১৫ টি বিষয় পরীক্ষা নেওয়া হবে এবং ঐচ্ছিক বিষয়গুলির নম্বর নিজ নিজ স্কুল থেকেই দেওয়া হবে বলে জানিয়েছেন।
আরও পড়ুনঃ রাজ্যে করোনা গ্রাফ নিন্মমুখি হয়ে ১০ হাজারে দাঁড়িয়েছে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুর সংখ্যা
উল্লেখ্য, গত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তির জন্য লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার। তার জেরেই বাতিল করা হয় উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা। তবে চলতি বছরের পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং ১৫ ই জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু একুশের বিধানসভা নির্বাচন ও করোনা মহামারীর জেরে পরীক্ষা ফের বাতিল করা হয়।
এবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী কোভিড পরিস্থিতির মধ্য দিয়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল দুপুর দুটো নাগাদ সময়সীমা ও নির্ঘণ্ট ঘোষণা করা হবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে।