করোনা, করোনা ভ্যাকসিন, covid vaccine, corona vaccine, corona, কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গোটা দেশজুড়ে অতিমারি করোনা প্রতিরোধে টিকা করন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে টিকাকরণ। তবে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর সংকট দেখা দিয়েছিল কোভিড ভ্যাকসিনের।

কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করার পর দ্বিতীয় ডোজ নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন। অনেকে আবার দ্বিতীয় ডোজ নিতে গিয়ে হাসপাতাল থেকে খালি হাতে ফিরছেন। কমবেশি অনেকের মনেই করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আর কোন ভয়ের কারণ নেই।

কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবার সবাই পাবেন। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এবার করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে সরকারি হাসপাতাল গুলি থেকে। তবে সরকারি হাসপাতালে কথা শুনে চিন্তিত হবার কোন কারণ নেই।

যারা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ বেসরকারি হাসপাতাল গুলি থেকে নিয়েছিলেন কিন্তু দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। তাদের জন্য রাজ্য সরকার একটি তালিকাভুক্ত করেছে, ওই তালিকায় রয়েছে কোন হাসপাতাল থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ রাজ্যের মানুষ নিতে পারবেন। যারা প্রথম ডোজ বেসরকারি হাসপাতাল থেকে নিয়েছিলেন তাদের জন্য বেসরকারি হাসপাতাল সংলগ্ন কোন সরকারি হাসপাতাল থেকে আপনি দ্বিতীয় ডোজ নিতে পারবেন। সে তালিকা নিচে দেওয়া হল –

Loader Loading...
EAD Logo Taking too long?
Reload Reload document
| Open Open in new tab

জানা জরুরী, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে গেলে আপনাকে দেখাতে হবে প্রথম ডোজ-এর প্রমাণ। করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার সময় আপনার মোবাইলে একটি এসএমএস (SMS) এসে থাকবে। ওই এসএমএসটি দেখালেই আপনি নিতে পারবেন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং এছাড়াও আপনার আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড দেখাতে হবে।

এখনো হয়ত, অনেকেই ভেবে উঠতে পারছেন না কিভাবে নেবেন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। সেই অর্থে উদাহরণ স্বরূপ জানিয়ে রাখি, ধরুন আপনি ‘অল এশিয়া মেডিকেল ইনস্টিটিউট’ থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়েছিলেন। তবে করোনার দ্বিতীয় ডোজ নিতে গেলে ‘অল এশিয়া মেডিকেল ইনস্টিটিউট’-এর সঙ্গে যে সরকারি হাসপাতাল যুক্ত করা হয়েছে। সেখানে গেলেই আপনি পেয়ে যাবেন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। এছাড়াও আপনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন যে বেসরকারি হাসপাতাল থেকে, সেখানে গেলেই আপনি জানতে পারবেন আপনি কোন সরকারি হাসপাতালে গেলে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি পাবেন।