পশ্চিমবঙ্গ ডেস্কঃ কয়লা পাচার কান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। আর সেই বিষয়টিকে কেন্দ্র করেই গতকাল রবিবার সকালে ইকোপার্কে প্রাক ভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারি মধ্যে তিনি বলেন “ভাইপোর ১২ কোটি টাকার বাড়ি কোথা থেকে এলো, গাছ লাগিয়েছেন নাকি?”
একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বার জয় লাভ করে বাংলার মসনদে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলা জয়ের পর এবার ত্রিপুরায় নিজেদের শিকড় শক্ত করতে চায় তৃনমূল। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা প্রতিনিয়ত ত্রিপুরায় ডেলি প্যাসেঞ্জারি করছে। যেমনটা একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির তাবড় তাবড় নেতারা দিল্লি ছেড়ে বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করছিলেন। ঠিক তেমনটাই।
এদিন দীলিপবাবু সমস্ত প্রসঙ্গ তুলেই মন্তব্য করলেন। ত্রিপুরা ইস্যুকে কেন্দ্র করে বিজেপির রাজ্য সভাপতি এদিন বলেন, “বাংলার ক্ষমতায় আর থাকবে কিনা জানা নেই। সেই কারণেই ঠেলায় পড়ে বারবার ত্রিপুরায় যাচ্ছে তৃণমূল।” এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরায় পা রাখলে সেখানে ভূমিকম্প হবে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য-কেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, “ঠিকই বলেছেন অভিষেক। যারা যারা গিয়েছেন ভূমিকম্পের জন্য কাঁপছে সবাই। যারা যারা গিয়েছেন তারা যেখানে সেখানে গিয়ে উৎপাত শুরু করে দিয়েছেন। এটা অভ্যাস হয়ে গিয়েছে। বাঙালির বদনাম করেছে সিপিএম। আর বাঙালি দাঙ্গা করে, এখন এটা প্রমাণ করছে তৃণমূল।”
কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীকে ইডি তলব করায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তোপ দেগে বলেন, “আগে তো বেশ কামাচ্ছিলেন, খাচ্ছিলেন। আর এখন নিজেকে ভিখারি বলছেন ? ভাই পো যে ১২ কোটি টাকার বাড়িতে থাকেন, সেই টাকা এল কোথা থেকে ? গাছ লাগিয়েছেন নাকি উনি ?”
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কেও নিশানায় নিয়ে দিলীপ ঘোষ বলেন, “তিনি যখন বিরোধী ছিলেন, তখন কথায় কথায় সিবিআই তদন্ত চাইতেন। তাহলে এখন কেন বিরোধীতা করছেন ? কেন ঝগড়া করছেন সিবিআইয়ের সঙ্গে ? বিশ্বাস চলে গেছে ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তাঁদের কাজ করতে দিন। মানুষ সবই বোঝে। এবারের নির্বাচনে তার কিছুটা জবাবও দিয়েছে।”