পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- কোথা থেকে ভোটে দাঁড়াতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ? শেষমেষ জবাব পেতে চলেছে বাংলার জনগণ। বাংলায় বিধানসভা ভোটের ২৯৪ টি আসনের শেষ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি নেতৃত্ব। কিন্তু মিঠুন চক্রবর্তী কোন আসন থেকে প্রার্থী হতে চলেছেন ?
গেরুয়া শিবিরের ব্রিগেডের সমাবেশে বিজেপিতে যোগদান করেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই বাংলার মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে শুরু করে। কোথা থেকে ভোটে দাঁড়াতে পারেন মিঠুন চক্রবর্তী ? মমতা ব্যানার্জির বিপক্ষে মুখ্যমন্ত্রী পদের দাবিদার বিজেপির পক্ষ থেকে কি তিনি ? এই সমস্ত প্রশ্ন মানুষের মন থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় ঘোরাফেরা করতে শুরু করে ব্রিগেডের সমাবেশের পর থেকে।
গতকাল বিজেপির তরফ থেকে ঘোষণা করা হল শেষ প্রার্থী তালিকা। কিন্তু শেষ প্রার্থী তালিকাতেও নাম নেই মহাগুরু মিঠুন চক্রবর্তীর। অর্থাৎ বিজেপির হয়ে কোন আসনেই ভোটে দাঁড়ালেন না মিঠুন চক্রবর্তী। কয়েকদিন আগেই মিঠুন চক্রবর্তী তাঁর ভোট মুম্বাই থেকে সরিয়ে কলকাতার কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রে এনেছিলেন। ঠিক তার পর থেকেই ওই কেন্দ্রে থেকেই তিনি ভোটে দাঁড়াবেন এই জল্পনা ঘোরাফেরা করছিল রাজনৈতিক মহলে।
কিন্তু কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রে বিজেপির তরফ থেকে যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তিনি হলেন উত্তর কলকাতার বিজেপির প্রেসিডেন্ট শিবাজী সিংহ রায়। তবে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, শেষ মুহূর্তেও পরিবর্তিত হতে পারে এই তালিকা এবং ভোটে দাঁড়াতে পারেন মিঠুন চক্রবর্তী।
কিন্তু কি কারণে বিজেপির তালিকায় স্থান হয়নি মিঠুন চক্রবর্তীর ? এর আগেই রাজ্য বিজেপির সুপ্রিমো কৈলাস বিজয়বর্গীয় প্রকাশ্যে জানিয়েছিলেন যে মিঠুন চক্রবর্তী নিজেই ভোটে দাঁড়াতে চান না। তাহলে শেষমেষ কি বিজেপি নেতৃত্ব মিঠুন চক্রবর্তীকে ভোটে দাঁড়ানোর জন্য মানাতে পারলো না ? না শেষ মুহূর্তে কোনো পরিবর্তন হবে ? উত্তর এখন শুধু সময়ের অপেক্ষা।