পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বঙ্গোপসাগর থেকে ধেয়ে স্থলভাগের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। বর্তমানে ঘণ্টায় ১০৫ কিলোমিটার গতিবেগ নিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। আগামী ১১ ই মার্চ অর্থাৎ বুধবার সকাল ৯ টা থেকে ১২ টার মধ্যে স্থলভাগে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের।
তবে ঘূর্ণিঝড়ের সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি নিয়ে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি। বাংলার উপকূলে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও পশ্চিমবঙ্গের উপকূলের অঞ্চলগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া উপকূলের জেলাগুলিতে প্রচুর পরিমানে বাড়বে বৃষ্টিপাত।
ঘূর্ণিঝড় অশনি এর বর্তমান অবস্থান (Current Location of Cyclone Ashani)
বর্তমানে ঘূর্ণিঝড় অশনি বঙ্গোপসাগরে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলের থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে। আজকে পর্যন্ত সারারাত ধরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে অশনি। এই ঘূর্ণিঝড় কাল সকালে অন্ধ্র উপকূলে পৌঁছে খানিকটা উত্তর-পূর্বে বাঁক নিয়ে উপকূল ধরে এগোতে থাকবে। তবে স্থলভাগে পৌঁছানোর আগে এই ঘূর্ণিঝড়ের প্রচুর পরিমানে শক্তি ক্ষয় হবে বলে পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তর সূত্রে।
ঘূর্ণিঝড় অশনি ল্যান্ডফল (Landfall of Cyclone Ashani)
আগামীকাল অর্থাৎ বুধবার সকাল ৯ টা থেকে ১২ টার মধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া সংলগ্ন অঞ্চল এর উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় অশনি এমন পূর্বাভাস মিলেছে বহু সূত্রে। তবে এখনও পর্যন্ত পাওয়া শেষ আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, ঘূর্ণিঝড় অশনি স্থলভাগের প্রবেশ না করে অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর উত্তর-পূর্বে উপরের দিকে উঠতে থাকবে। তবে জলীয়বাষ্পের অভাবে সাগরেই বেশিরভাগ শক্তি ক্ষয় হবে ঘূর্ণিঝড় অশনির।
বাংলায় ঘূর্ণিঝড় অশনি এর প্রভাব (Cyclone Ashani Effect in West Bengal)
ঘূর্ণিঝড় অশনির দুর্বল হওয়ার পূর্বাভাস পাওয়া গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। পশ্চিমবঙ্গের জন্য এর আগে ভারী সতর্কবার্তা জারি করা হলেও, কোনভাবেই পশ্চিমবঙ্গের উপর এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বলে জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা। সমুদ্র তটে তেমন কোনো জলোচ্ছ্বাসের সম্ভাবনা না থাকলেও দীঘা ও মন্দারমনি এর মত পর্যটন স্থানে ইতিমধ্যেই স্নান করতে যাওয়ার থেকে সাধারন মানুষদের বিরত রাখা হয়েছে।
কোনরকম দমকা হওয়া পশ্চিমবঙ্গবাসী অসুবিধায় ফেলবে না এই বিষয়ে স্পষ্ট পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার পর্যন্ত উপকূলের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়া জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস মিলেছে। এছড়া বৃষ্টি হবে কলকাতাতেও।
ঘূর্ণিঝড় অশনি এর প্রভাবে জারি সতর্কবার্তা (Cyclone Ashani Warning for West Bengal)
ঘূর্ণিঝড় অশনি এর কারনে মৎস্যজীবীদের সমুদ্রে আগামী ১৩ ই মে পর্যন্ত মাছ ধরতে যাওয়ার জন্য বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়া দীঘা, মন্দারমনি সহ পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের উপকূলবর্তী সমস্ত পর্যটন কেন্দ্রকে খালি করা হয়েছে প্রশাসনের তরফে।
অন্যদিকে সাইক্লোন এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও প্রস্তুতি থাকছে রাজ্য সরকারের। দুটি এনডিআরএফ এর টিম, একটি দিঘা ও আরেকটি কাঁথিতে মোতায়েন করা হয়েছে। এর সাথে সাথে লালবাজারে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখানে থাকছে ইউনিফায়েড কমান্ড সেন্টার। সেখান থেকে নজর রাখা হবে পরবর্তী সমস্ত বিষয়ের উপর।