পশ্চিমবঙ্গ ডেস্কঃ পেট্রোপণ্যের দাম লাগাতার ঊর্ধ্বমুখী। গত মার্চ মাসের ২৫ তারিখে কিছুটা কমে ছিল পেট্রোপণ্যের দাম। ২১ পয়সা প্রতি লিটারে পেট্রোলে কমেছিল এবং ডিজেলের দাম কমে ছিল প্রতি লিটারে ২০ পয়সা।
পেট্রোপণ্যের দাম কমে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছিল ৯০ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছিল ৮৩ টাকা ৯৮ পয়সা।
এরপর ৩০ শে মার্চ ফের দাম কমে পেট্রোপণ্যের। ২১ পয়সা প্রতি লিটারে কমেছে পেট্রোলের দাম এবং প্রতি লিটার ডিজেলের দাম কমেছে ২৩ পয়সা। পেট্রোপণ্যের দাম কমে কলকাতার বাজারে পেট্রোলের দাম দাঁড়িয়েছিল ৯০ টাকা ৭৭ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭৫ পয়সা।
প্রতিদিন সকাল ৬ টার সময় পেট্রোপণ্যের দাম পরিবর্তন হয়। কিন্তু আজ ৮ এপ্রিল পেট্রোপণ্যের দাম পরিবর্তন হয়নি। ৩০ শে মার্চের পর থেকে পেট্রোপণ্যের দাম একই রয়েছে। পেট্রোল-ডিজেলের দাম না বেড়েছে না কমেছে একই স্থানে রয়েছে পেট্রোপণ্যের দাম।
তবে ভিন্ন ভিন্ন রাজ্যে ভ্যালু এডেড টেক্স ভিন্ন হওয়ায়, কিছু কিছু রাজ্যে পরিবর্তিত হয়েছে পেট্রোপণ্যের দাম। নয়ডাতে আজ পেট্রোলের দাম ৮৮ টাকা ৯১ পয়সা, গতকাল পেট্রোলের দাম ছিল ৮৮ টাকা ৭৮ পয়সা, আজ সেখানে ১৩ পয়সা বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম। ভুবনেশ্বরে পেট্রোলের দাম দাঁড়িয়েছে আজ ৯১ টাকা ১২ পয়সা। গতকাল সেখানে পেট্রোলের দাম ছিল ৯১ টাকা ২৮ পয়সা। ভুবনেশ্বরে আজ ১৬ পয়সা কমেছে পেট্রোলের দাম।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম কোথায় কত –
কলকাতায় আজ পেট্রোলের দাম (Petrol Price) প্রতি লিটার ৯০ টাকা ৭৭ পয়সা।
দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯০ টাকা ৫৬ পয়সা।
মুম্বাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯৬ টাকা ৯৮ পয়সা।
চেন্নাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯২ টাকা ৯৮ পয়সা।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক মেট্রো শহরগুলিতে ডিজেলের দাম কোথায় কত –
কলকাতাতে আজ ডিজেলের দাম (Disel Price) প্রতি লিটার ৮৩ টাকা ৭৫ পায়সা।
দিল্লিতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮০ টাকা ৮৭ পয়সা।
মুম্বাইতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৭ টাকা ৯৬ পয়সা।
চেন্নাইতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৫ টাকা ৮৮ পয়সা।