anubrata mondal, অনুব্রত মণ্ডল, tmc, kunal ghosh
"কোন কুণাল ঘোষ?" বিস্ফোরক মন্তব্য করে বসলেন অনুব্রত মণ্ডল | গ্রাফিক্সঃ- আকাশ কায়পুত্র

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গত মঙ্গলবার সকালে রামপুরহাট হত্যাকান্ড প্রকাশ্যে আসার পর থেকেই উত্তপ্ত গোটা বঙ্গ। যেহেতু এটি অনুব্রতর গড়ের ঘটনা তাই সবার নজর ছিল তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রতর দিকেই। কিন্তু এই ঘটনার ব্যাখ্যা দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, শর্ট সার্কিট এর ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। অনুব্রত মণ্ডলের এহেন মন্তব্য বঙ্গ রাজনীতিতে বিতর্কের এর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

কেষ্টর গড়ের এই হত্যাকাণ্ড খতিয়ে দেখতে গতকাল ঘটনাস্থলে গিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের গাড়িতে বসেই বগটুই গিয়েছেন অনুব্রত মণ্ডল। যেখানে অনুব্রত মণ্ডলের একটি মন্তব্যই বিরোধীদের কাছে একটি হাতিয়ার হয়ে উঠেছে। আর সেই অনুব্রত মণ্ডলকে নিজের গাড়িতে করে ঘটনাস্থলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ অনুব্রত কে বড় নেতা বলে কটাক্ষ করেন।

এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ও বড় নেতা, বোঝে বেশি, কী বলবেন?” কুনালের এমন মন্তব্যে অনুব্রতর প্রতিক্রিয়া জানতে চাইলে, তৃণমূলের দাপুটে নেতা কপালে ভাঁজ ফেলে বলেন, “কোন কুণাল ঘোষ?” আশ্চর্যজনক ব্যাপার! তৃণমূলের নেতা হয়ে তৃণমূলের মুখপাত্র কেই চেনেন না অনুব্রত মণ্ডল। এদিন অনুব্রত মণ্ডল দলের অবস্থান জানতে সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু সেখানে তাকে কুণাল ঘোষের নাম করা হলে, মুখের এমন ভাবভঙ্গিমা প্রকাশ করেন তিনি, যেন কুনাল ঘোষকে তিনি চেনেনই না।

অনুব্রত মণ্ডল কে বলা হয়, “কুণাল ঘোষ বলেছেন, ও বড় নেতা, বোঝে বেশি, কী বলবেন?” এই প্রশ্নের জবাবে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, “কোন কুণাল ঘোষ?” এর পর তাকে বলা হয়, “তৃণমূলের কুণাল ঘোষ।” ফের অনুব্রত বাব প্রশ্ন করেন, “কী বলেছে?” সাংবাদিকরা এর উত্তরে বলেন, ” উনি বলেছেন আপনি বড় নেতা, বোঝে বেশি।” এর পর অনুব্রত বলেন, “কুণাল ঘোষ কী বলেছে, সে ব্যাপারে আমি বলতে রাজি নই।”