alapan bandyopadhyay, mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, আলাপন পন্দপাধ্যায়
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে নতুন সংঘাত সৃষ্টি হয়েছে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে আজ পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লির নর্থ ব্লকে কর্মী বর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকে হাজিরা দেওয়ার কথা ছিল সকাল দশটার মধ্যে।

কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়ল না রাজ্য। মহামারী করোনার মধ্যেও এই নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সংঘাত জারি রয়েছে। গত শুক্রবার আলাপন বন্দ্যোপাধ্যায় এর কাছে বদলির চিঠি এসে পৌঁছায়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে যেন বদলি করা না হয়, তা নিয়ে চিঠি পাঠান কেন্দ্র সরকারের কাছে।

তবে সেই চিঠি খারিজ করে কেন্দ্র সরকার। আলাপন বন্দোপাধ্যায়কে নর্থ দিল্লির কর্মী বর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকে  যোগদান করার জন্য নির্দেশ দেয় কেন্দ্র সরকার। তবে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছাচ্ছেন না। সে বিষয়ে চিঠি লিখে কেন্দ্র সরকারকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এছাড়াও তিনি জানান, বর্তমানে তিনি মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে পারছেন না। তবে আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের নির্দেশ না মানায়, তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে পারে কেন্দ্র সরকার।

কেন্দ্র সরকারের চিঠি পাওয়ার পরও রাজ্যেই রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে তার মেয়াদ শেষ হওয়ায়, আজ তিনি কর্ম জীবন থেকে অবসর নিলেন। তাহলে আবার রাজ্যের মুখ্য সচিব হচ্ছেন কে ? নবান্ন সূত্রে খবর অনুযায়ী, এবার রাজ্যের মুখ্যসচিব হতে চলেছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁর কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিযুক্ত করলেন।

তবে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্য থেকে দিল্লি বদলি করার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “কেন মুখ্যসচিবকে ডেকে পাঠানো হল ? কিসের জন্য ডেকে পাঠানো হল? চিঠিতে কোথাও তার উল্লেখ করা হয়নি।” আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলি করার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা শুধু প্রতিহিংসামূলক আচরণ। বাংলায় জিততে না পেরে এমন কাজ করছে কেন্দ্রের বিজেপি সরকার। ওরা মমতা বন্দ্যোপাধ্যায় কে পছন্দ করতে পারছে না।”