cbi, rampurhat, fare brigade
ওই রাতে আগুন নেভাতে কে বাধা দিয়েছিল? সিবিআইয়ের নিশানায় এবার দমকলকর্মীরা | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ রামপুরহাট হত্যাকাণ্ডের জেরে দমকলের দুই অফিসার কে তলব করল সিবিআই। ২১ শে মার্চ সোমবার রামপুরহাট বগটুই এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়েছিলেন দমকলের এই দুই অফিসার। জানা গিয়েছে, আজ তাদেরকে তলব করে পাঠিয়েছে দিল্লির তদন্তকারী দল।

আজ বুধবার, সিবিআই ক্যাম্পে গিয়ে হাজিরা দেবেন দমকলের দুই অফিসার। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ওই রাতে বগটুই এলাকায় যে বাড়ি গুলিতে আগুন লেগেছিলো, ঘটনাস্থলে পৌছে তারা ঠিক কী দেখেছিলেন ? এমনকি তারা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে কখন পৌঁছে ছিলেন ? এই ঘটনায় তাদেরকে কেউ বাধাপ্রাপ্ত করেছিল কিনা ? সে বিষয়ে জানতে দমকলের এই দুই অফিসার কে তলব করে পাঠিয়েছে সিবিআই।

এছাড়াও গতকাল মঙ্গলবার রামপুরহাট থানা আইসিকেও তলব করে সিবিআই। রামপুরহাট থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক। এই ঘটনার ব্যাপারে রামপুরহাট থানায় আগে থেকেই হুঁশিয়ারি দেয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। তাহলে আগে থেকে কেন রামপুরহাট থানার পুলিশ কোনরকম পদক্ষেপ নেয়নি। তবে কি রামপুরহাট থানার পুলিশ কারও নির্দেশে কাজ করছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে রামপুরহাট থানা আইসিকে তলব করে তদন্তকারী দল।

অন্যদিকে ইতিমধ্যেই বগটুই এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। তবে এর আগে ওই এলাকায় সিসিটিভি ক্যামেরার না থাকায়, ওই এলাকার সিসিটিভি ফুটেজ পাইনি সিবিআই। রামপুরহাট হাসপাতাল, বুগটুই মোড় ও রামপুরহাট হাইওয়ে সংলগ্ন এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। সেগুলো দেখে কিভাবে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল তার একটি ঘটনাক্রম তৈরি করছে কেন্দ্রীয় তদন্তকারী দল।

এছাড়াও জানা গিয়েছে, ওই ঘটনার রাতে দমকল বাহিনীর যেসকল কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। দমকলের সেই তালিকা ধরে তলব করার প্রক্রিয়া শুরু করবে সিবিআই। ইতিমধ্যেই দুই জনকে তলব করা হয়েছে। বাকি অন্যান্য কর্মীদেরকেও তলব করা হবে বলে জানা গিয়েছে।