পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গত সোমবার শেষ হয়েছে উত্তরপ্রদেশে সপ্তম ও শেষ দফার নির্বাচন। এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ১০ই মার্চ অর্থাৎ আগামীকাল। তবে কার দখলে যাবে উত্তরপ্রদেশ ? তার দিকে তাকিয়ে গোটা দেশ।
জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশ দেশের রাজ্যগুলির মধ্যে সবেথেকে বড় রাজ্য। তাই উত্তরপ্রদেশ এর নির্বাচন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন গুলির মধ্যে একটি। এবারের নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন অখিলেশ যাদব। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের হয়ে প্রচার করেছেন। উত্তরপ্রদেশের জনগণের কাছে, ‘তাদের রাজ্য থেকে বিজেপিকে মুছে দেওয়ার’ আহ্বান জানান বাংলার মুখ্যমন্ত্রী।
তবে কি বলছে উত্তরপ্রদেশের বুথ ফেরত সমীক্ষা ? আসুন এক নজরে দেখে নেওয়া যাকঃ-
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া এর বুথ ফেরত সমীক্ষার মতে বিজেপি উত্তরপ্রদেশে পেতে চলেছে ২৮৮ থেকে ৩২৬ টি সিট, সমাজবাদী পার্টি পেতে চলেছে ৭১ থেকে ১০১ টি সিট, বহুজন সমাজ পার্টি পেতে চলেছে ৩ থেকে ৯ এবং কংগ্রেস পেতে চলেছে ১ থেকে ৩ টি সিট।
টুডেস চানক্যের মতে উত্তরপ্রদেশে বিজেপি পেতে চলেছে ২৯৪ টি সিট, সমাজবাদী পার্টি পেতে চলেছে ১০৫ টি সিট, বহুজন সমাজ পার্টি পেতে চলেছে ২ টি সিট, কংগ্রেস পেতে চলেছে ১টি সিট এবং অন্যান্য পেতে চলেছে ১ টি সিট।
এবিপি-সি ভোটার এর মতে বিজেপি উত্তরপ্রদেশে পেতে চলেছে ২২৮ থেকে ২৪৪ টি সিট। দ্বিতীয় স্থানে রয়েছে সমাজবাদী পার্টি, তারা পেতে চলেছে ১৩২ থেকে ১৪৮ টি সিট। এছাড়া বহুজন সমাজ পার্টি পেতে চলেছে ১৩ থেকে ২১ টি সিট। এছাড়া জাতীয় কংগ্রেস পেতে চলেছে ৪ থেকে ৮ টি সিট।
এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য বুথ ফেরত সমীক্ষার বিচারেও উত্তরপ্রদেশে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয় স্থানে থাকবে অখিলেশ যাদব এর নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি। তৃতীয় স্থানে থাকবে বহুজন সমাজ পার্টি এবং চতুর্থ স্থানে থাকবে কংগ্রেস।