পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– ভোটযুদ্ধ কার্যত শেষ ! ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। গতকাল আটটি দফার মধ্যে শেষ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে রাজ্যে। তবে কি হবে ফলাফল ? কে বসবে বাংলার মসনদে ? আসুন দেশের সমস্ত বুথ ফেরত সমীক্ষার উপর নজর দেওয়া যাক।
সবার প্রথমে দেখে নেওয়া যাক সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষায়। তাদের সমীক্ষা অনুসারে ২০২১ এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ১৫৮ টি সিট, ভারতীয় জনতা পার্টি পাবে ১১৫ টি সিট ও সংযুক্ত মোর্চা পাবে ১৯ টি সিট। অর্থাৎ এর সি-ভোটার এর সমীক্ষায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি। তাদের সমীক্ষায় ভারতীয় জনতা পার্টি পেতে চলেছে ১৯২ টি সিট, তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ৮৮ টি সিট এবং সংযুক্ত মোর্চা পেতে চলেছে ১২ টি সিট।
পোল অফ পোলজ এর বুথ ফেরত সমীক্ষায় রাজ্যের কোন রাজনৈতিক দল পৌঁছাতে পারেনি ম্যাজিক ফিগারে। এই সমীক্ষায় তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ১৪১ টি সিট, বিজেপি পেতে চলেছে ১৩৮ টি সিট এবং সংযুক্ত মোর্চা পেতে চলেছে ১৩ টি সিট।
ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার মতে ২০২১ এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পেতে পারে ১৪৭ টি সিট, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৪৩ টি সিট এবং সংযুক্ত মোর্চা পেতে পারে দুটি সিট।
সিএনএক্স এর বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি পেতে চলেছে ১৪৩ টি সিট, তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ১৩৩ টি সিট এবং সংযুক্ত মোর্চা পেতে চলেছে ১৬ টি সিট।
অর্থাৎ দেশের জনপ্রিয় এবং সবথেকে পুরনো বুথ ফেরত সমীক্ষা সংস্থাগুলির মতে কেউ যে একতরফা সরকার গঠন করবে তা না হওয়ার সম্ভাবনাই বেশি। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি দুই দলই দাবি করছে তারা ২০২১ এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০০ এর গণ্ডি পার করে যাবে। কিন্তু কোন বুথ ফেরত সমীক্ষায় তার বিন্দুমাত্র লক্ষণ পাওয়া যাচ্ছে না।
যদিও এর আগে অনেকবার দেখা গিয়েছে বুথ ফেরত সমীক্ষা অথবা এক্সিট পোল এবং আসল ফলাফলের মধ্যে বিপুল পরিমাণে পার্থক্য। কে আসলে বসবে বাংলার মসনদে ? তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা পরিষ্কারভাবে কোনরকম উত্তর মানুষকে দিতে পারল না।