firhad hakim, ফিরহাদ হাকিম, tmc minister,
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আগামী ২২ শে এপ্রিল ষষ্ঠ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে ২৬ শে এপ্রিল। ইতিমধ্যেই সপ্তম দফার ভোটকে কেন্দ্র করেই নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে রাজ্যে।

সপ্তম দফার ভোট গ্রহণ কেন্দ্র করে গতকাল সোমবার ভোট প্রচারে গিয়েছিলে কলকাতা পৌরসভার পৌর বিধায়ক তথা তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। ইতিমধ্যে একটি ভিডিও খুবই জনপ্রিয়তা লাভ করেছে নেট দুনিয়ায়। নেট দুনিয়ায় কোন কিছু ভাইরাল হতে বিন্দুমাত্র সময় লাগে না।

তৃণমূল প্রার্থী ফিরাহাদ হাকিম-এর একটি ভিডিও গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়ে গিয়েছে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক-এর পক্ষে। ভিডিওটিতে দেখা গিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা জনতাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে তৃণমূল প্রার্থী। বিজেপি কর্মীদের উদ্দেশ্য করেই অকথ্য ভাষাতে গালিগালাজ করতে থাকেন তিনি।

এমনকি রেল পুলিশ ও সিআইএসএফ এর বিরুদ্ধেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা গিয়েছে ওই ভিডিওতে। তবে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিও কে কেন্দ্র করে আজ মুখ খুললেন কলকাতার প্রাক্তন মেয়র ববি হাকিম।

ভাইরাল হওয়া ভিডিও টা নিয়ে আঙুল তুললেন বিজেপির দিকেই। আজ মঙ্গলবার কলকাতার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম পৌরসভার এক বৈঠকে বলেন, “কালকে আমি যেটা বলেছি তার উল্টোটা করে বিজেপি নেট দুনিয়ায় ভাইরাল করেছে। কালকে আমাকে এবং তৃণমূল কর্মীদের কে, বিজেপির একজন লোক গালাগালি করছিল। সেটাই আমার মুখে বসিয়ে এসব করা হয়েছে যা পুরোপুরি সাজানো হয়েছে” বলে দাবি করেছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, “পুরোটাই বিজেপির চক্রান্ত, বিজেপি গালিগালাজ করেছে এবং সেটা এডিট করে আমার মুখে বসিয়ে দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ- ভাইরাল ভিডিওঃ প্রচারে বেরিয়ে অকথ্য ভাষায় বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে গালিগালাজ ফিরহাদ হাকিমের

তার মতে তিনি কোন প্রকার অশ্লীল ভাষা প্রয়োগ করেন নি। ভিডিওটিতে দেখা যাচ্ছিল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা জনতাকে গালিগালাজ করতে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জনতা গুলি বিজেপি কর্মী বলে আখ্যায়িত করেছেন তিনি। তিনি জানিয়েছেন বিজেপি কর্মীরা তাদের কে গালিগালাজ করছিল। সেই অশ্লীল ভাষায় গালিগালাজ এডিট করে তার মুখের সঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে বলে তার দাবি।