পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনাভাইরাস এর মোকাবিলা করার জন্য ভারত ছাড়া বিশ্বের কাছে আর কোনও বিকল্প নেই। ভারতের বিদেশমন্ত্রক এর তরফ থেকে মার্চ মাস শেষ হওয়ার আগে পর্যন্ত ১৬ কোটি করোনা ভাইরাসের ভ্যাকসিন ৬০ টি দেশ এবং ইউনিসেফকে পোঁছে দেওয়ার ব্যাপারে কাজ শুরু করে দেওয়া হয়েছে।
আজ ভারতের বিদেশ মন্ত্রকের একজন অফিশিয়াল বলেন “ভারতের বিদেশমন্ত্রক ৬০ টি দেশের থেকে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভবে করোনা ভ্যাকসিনের আবেদন এখনো পর্যন্ত পেয়েছে যা পৃথিবীর জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ।”
এখনো পর্যন্ত জানা খবর অনুযায়ী ভারতের শ্রীরাম ইনস্টিটিউট প্রায় দেড় কোটি করোনা ভ্যাকসিনের ডোজ ১১ টি দেশে পৌঁছে দিয়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলির ছাড়া যে সমস্ত দেশ শ্রীরাম ইনস্টিটিউট এর তরফ থেকে করোনা ভ্যাকসিন পেয়েছে তারা হলো ব্রাজিল, মরক্কো ইত্যাদি। ভারতের প্রতিবেশী দেশগুলি কে বিনামূল্যে করোনাভাইরাস এর ভ্যাকসিন দেওয়া হয়েছে যার মধ্যে বাংলাদেশ, নেপাল, ভূটান, মায়ানমার, শ্রীলঙ্কা এই সমস্ত দেশ গুলো রয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রকের অফিশিয়াল এর কথায় “30 টি দেশ ভারতের কাছে করোনা ভ্যাকসিনের জন্য অফিশিয়াল ভাবে আবেদন করেছে এবং ঠিক সমসংখ্যক অর্থাৎ আরো 30 টি দেশ আনঅফিসিয়ালি ভারতের কাছে এই ভাইরাসের ভ্যাকসিন এর জন্য বিদেশ মন্ত্রকের সাথে কথা বলেছে।”
যেই ৩০ টি দেশ ভারতের কাছে অফিশিয়ালি এই ভাইরাসের ভ্যাকসিন পাওয়ার জন্য আবেদন করেছে তারা হলো নেপাল, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, সার্বিয়া, গায়ানা, মিশর, মরোক্কো, মালদ্বীপ, মরিশাস, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ব্রাজিল, ডোমিনিকা, অ্যান্টিগুয়া এবং বার্বুডা, বার্বাডোস, সেন্ট কিটস ও নেভিস, মঙ্গোলিয়া , ইউক্রেন, উজবেকিস্তান, ফিলিপাইন, আলজেরিয়া, তিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, এসওয়াতিনি এবং কেনিয়া।
ভারতের এই ভ্যাকসিন তৈরি করার ক্ষমতাকে ইতিমধ্যেই ইউনাইটেড নেশনস (UN) এর তরফ থেকে প্রশংসা করা হয়েছে এবং ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস বলেছেন এই ভয়ঙ্কর সময়ে “ভারত পৃথিবীর এখন সর্বশ্রেষ্ঠ অ্যাসেট।”