kolkata high court, mamata banerrjee
"স্কুল ইউনিফর্মে কেন বিশ্ব বাংলার লোগো থাকবে ?" জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ সমস্ত সরকারি স্কুল পড়ুয়াদের জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম হবে সাদা জামা এবং নীল প্যান্ট। ছেলেদের পাশাপাশি মেয়েদের ইউনিফর্ম হবে সাদা-নীল চুড়িদার নাহলে সাদা-নীল শাড়ি। আর এই ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো লাগানো থাকবে। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এমন নির্দেশিকাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

কলকাতা হাইকোর্টে কেন জনস্বার্থ মামলা করা হল ?

সরকারি স্কুল পড়ুয়াদের ইউনিফর্মে কেন বিশ্ব বাংলার লোগো লাগানো থাকবে ? তা নিয়েই ওঠে একাধিক প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে অনেকেই বিরোধিতা করেছেন এবং এক আইনজীবী এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

জানিয়ে রাখি, প্রত্যেকটি সরকারি স্কুলের ইউনিফর্ম পরিবর্তন হওয়ায় রাজ্য সরকারের বিরোধিতা করেছেন অনেকেই। তাদের দাবি, একেকটি ইউনিফর্ম একেকটি বিদ্যালয়কে চিহ্নিত করে। তবে এহেন ঐতিহাসিক বিষয়কে পরিবর্তন করায় সামাজিক সংস্কৃতিতে আঘাত আনবে বলে মনে করছে শিক্ষা মহলের এক বৃহৎ অংশ।

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী। তবে এই মামলার শুনানি আগামী সপ্তাহে হবে বলে মনে করা হচ্ছে। তবে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার পর এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, মহামারী করোনার জেরে গত দুই বছর বিদ্যালয় গুলি বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিদ্যালয় গুলি আনলকের পথে হেঁটেছে সরকার। এছাড়াও ছোট ছোট অঙ্গন ওয়াড়ি কেন্দ্র গুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সবে মাত্র ছোট থেকে বড় ক্লাসের ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে শুরু করেছে এরই মধ্যে স্কুলের ইউনিফর্ম পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তবে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা এখন কোন পথে হাঁটবে সে দিকেই চোখ রাখবে ওয়াকিবহল মহল।