পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনা ভাইরাস কে রুখতে দেশজুড়ে চলছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। তবে ভ্যাকসিন এর চাহিদা দেশের জনঘনত্ব অনুযায়ী আপাতত ভাবে অত্যন্ত বেশি। তাই ভ্যাকসিন নিতে গেলে লম্বা লাইনে দাড়াতে হচ্ছে নাগরিকদের।
সেক্ষেত্রে বোম্বে হাইকোর্ট এবার কেন্দ্র সরকারের কাছে জানতে চাইলো যে, বয়স্ক ব্যক্তিদের যাদের শারীরিক অবস্থা ভালো নয়, তাদেরকে কেন কেন্দ্র সরকার বাড়িতে টিকাকরণের ব্যবস্থা করছে না ?
প্রসঙ্গত, বোম্বে হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জিএস কুলকার্নির ডিভিশন বেঞ্চে একটি টিকা নিয়ে জনস্বার্থ মামলার কড়া সমালোচনা করে বোম্বে হাইকোর্ট। বোম্বে হাইকোর্টে মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবীরা আদালতের কাছে আবেদন করেন যাতে ৭৫ বছরের উপরের নাগরিকদের, বিশেষভাবে যে সমস্ত নাগরিকরা হাঁটতে চলতে পারেন না এমন মানুষদের বাড়ি গিয়ে টিকাকরণের ব্যবস্থা করা হয়।
এই বিষয় নিয়ে বোম্বে হাইকোর্ট আগেই কেন্দ্র সরকারের কাছে জানতে চেয়েছিল কেন তারা বয়স্ক মানুষদের বাড়িতে টিকাকরণের ব্যবস্থা করছে না। গত ২২ এপ্রিল আদালতের তরফ থেকে কেন্দ্র সরকারের কাছে জানতে চাওয়া হয় কেন বয়স্ক নাগরিকদের যারা বিশেষভাবে সক্ষম ও হাঁটতে চলতে অপারক তাদের বাড়িতে টিকা পৌঁছে দেবে না কেন্দ্র ?
তবে কেন্দ্রের তরফ থেকে থাকা আইনজীবী এ বিষয়ে এখনও পর্যন্ত কোন উত্তর দিতে পারেননি। বিচারপতিদের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আইনজীবীর কাছে প্রশ্ন তোলে করে ‘এত গুরুত্বপূর্ণ বিষয়ে তিন সপ্তাহ সময় পেয়ে কেন অবহেলা করেছে কেন্দ্র ? কেন এখনো পর্যন্ত কোনো উত্তর আদালতের সামনে পেশ করা হয়নি ?’ আদালত ফের কেন্দ্রকে আজ ১৯ শে মে এর মধ্যে তাদের উত্তর জানানোর নির্দেশ দিয়েছে।