da, মহার্ঘ ভাতা, ডিএ, রাজ্য সরকার, dearness allowance
সামনের বছরেই কি বাড়বে মহার্ঘ ভাতা বা ডিএ ? মুখ রক্ষার চেষ্টায় নবান্ন

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বর্তমানে এ রাজ্যের সরকারি কর্মচারীদের মূল মাথা ব্যথার কারণ মহার্ঘ ভাতা বা ডিএ। বহুদিন ধরেই তাদের প্রাপ্য মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করে আসছে রাজ্য সরকারের কর্মচারীরা। কিন্তু কবে মিলবে ডিএ ? নেই তার কোন সদুত্তর। বছর ঘুরে নতুন বছর দরজায় কড়া নাড়ছে। তাহলে কি নতুন বছরে মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে রাজ্যের সরকারি কর্মচারীদের ? কিন্তু এখনো ডিএ চলছে আইনি লড়াই। আর তার মধ্যেই তৈরি হলো এক নতুন সম্ভাবনা। ওয়াকিবহল মহলের দাবি, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এ রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য সাধারণত বছরে দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে সে নিয়মের কোন তোয়াক্কা নেই। দিনের পর দিন সরকার তার কর্মচারীদের একই হারে মহার্ঘ ভাতা প্রদান করে চলেছে। গত বছর জানুয়ারি মাসে ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু তারপর থেকে প্রায় দু বছর মহার্ঘ ভাতা একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাই বর্তমানে সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা নতুন বছরের জানুয়ারিতে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা পুনরায় ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

গত বছরের মত এবছরেও জানুয়ারি মাসে তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হলেও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক মিটবে না। কারণ সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বর্তমানে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। অর্থাৎ নতুন বছরে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে ফারাক থেকে যাবে ৩২ শতাংশ।

অপরদিকে মহার্ঘ ভাতা নিয়ে একগুচ্ছ মামলা চলছে আদালতে। আর একে একে প্রত্যেকটিতেই হারের মুখ দেখতে হচ্ছে রাজ্য সরকারকে। মনে করা হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে কিছুটা মুখ রক্ষার জন্য হলেও নবান্নের তরফ থেকে নতুন বছরে মহার্ঘ ভাতার ঘোষণা হতে পারে। আর তার সাথে সরকারি কর্মচারীদের এই বার্তাও পৌঁছে দেয়া যাবে যে মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকারের কোন আপত্তি নেই। শুধুমাত্র আর্থিক সংকটের কারণেই এই মুহূর্তে মহার্ঘ ভাতা বাড়ানো সম্ভব হচ্ছে না। তবে শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টেও মহার্ঘ ভাতা মামলায় এ বিষয়টি তোলা হতে পারে।