mamata banerjee, sonali guha, tmc, bjp, সোনালি গুহ, মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজ্য রাজনীতিতে ফের দলবদলের খেলা শুরু হতে চলেছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে একাধিক তাবড় তাবড় নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। রীতিমতো নির্বাচনের আগে রাজ্যজুড়ে দলবদল খেলা চলেছে।

একুশের বিধানসভা নির্বাচনে বাংলা জয় করতে মরিয়া হয়ে পড়েছিল গেরুয়া শিবির। রীতিমতো বাংলাকে পাখির চোখ করেছিল বিজেপি। বিজেপির শিবিরের দাবি ছিল, পশ্চিমবঙ্গে দু’শোর বেশি আসন পেয়ে ডবল ইঞ্জিন সরকার গড়বে তারা। নির্বাচনের আগে থেকেই নানাভবে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। তবে এই সংঘাতে বিজেপি জিতবে বলে অনেকেই মনে করেছিলেন।

আর সেই কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তৃণমূলেরই তাবড় তাবড় নেতারা। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে ৭৭ আসনেই আটকে পড়ে রইল পদ্ম শিবির। অন্যদিকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২১৩ আসন পেয়ে বাংলার মসনদে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশে আসতেই ফের দলবদল এর খেলা খেলতে চায় দলছুট নেতারা।

mamata banerjee, sonali guha, tmc, bjp, সোনালি গুহ, মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি – সংগৃহীত

এরইমধ্যে সাঁতরাগাছির প্রাক্তন তৃণমূল বিধায়ক একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে পদ্মফুলে নাম লিখিয়েছিলেন। তবে ফল প্রকাশ্যে আসার পরে তিনি ফের পদ্মফুলে ছেড়ে ঘাসফুল শিবিরে ফিরতে চান। তিনি তৃণমূলের ফিরতে চেয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমাও চেয়েছেন। বেশ কয়েকদিন আগেই সোনালী গুহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন। সেখানে তিনি লিখেছিলেন, “দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না।”

এছাড়াও তিনি তৃণমূলের ফেরার উদ্যেশ্যে জানিয়েছিলেন, “মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না। তেমনি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না।” তবে সোনালী গুহ ফের তৃণমূলে ফিরতে পারছেন কিনা সেই ভাগ্য পরীক্ষা হবে আজ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর, আজ প্রথম সাংগঠনিক বৈঠকে বসছেন।

sonali guha, mamata banerjee, সোনালি গুহ, মমতা, তৃণমূলে ফিরতে চান সোনালি
ছবি – সংগৃহীত

করোনা বিধি মেনে দুপুর ২ টোর সময় প্রথমে ওয়ার্কিং কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর দুপুর ৩ টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ ও বিধায়ক এবং জেলা সভাপতিদের কে নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন। ওই বৈঠকে দল বদলি নেতাদেরকে নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

দলছুট নেতারা বিজেপিতে নাম লিখিয়ে ফের তৃণমূলের ফিরতে চায় এ বিষয়ে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বেশ কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, দল ছুট নেতারা যারা ফের দলে ফিরতে চায়, আগামী ৬ মাসের মধ্যে তাদেরকে দলে ফেরা হবেনা। কারণ হিসেবে তৃণমূল শিবিরের পক্ষ থেকে জানা গিয়েছিল, দল ত্যাগ করে অন্য দলে নাম লিখিয়েছিলেন তারা। সেখানে গিয়ে দলের বিরুদ্ধে কথা বলেছেন। এই মুহূর্তে যদি তাদেরকে দলে ফিরিয়ে আনা হয় তাহলে দলে অশান্তি সৃষ্টি হতে পারে।