আবহাওয়া, আজকের আবহাওয়া, weather, আজকের আবহাওয়ার খবর, today weather news, weather news, west bengal weather
সপ্তাহের শেষে কি নামবে তাপমাত্রা, নাকি বিদায় নিতে চলেছে শীত ? জেনে নিন আজকের আবহাওয়া

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- মকর সংক্রান্তিতেও বাংলার আবহাওয়াতে ছিল না শীতের দৌরাত্ম। তবে সংক্রান্তি পেরোতেই হঠাৎই তাপমাত্রার পারদ নিম্নমুখী হতে শুরু করে। এক লাফে ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের দাবি যে, শীতের এই দাপট সহ্য করতে হবে না বেশি দিন। আগামীকালের পর থেকেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে তাপমাত্রা বেড়ে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আজকের আবহাওয়া

দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৪ ডিগ্রি সেলসিয়াস।
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পঃ ৭৬ শতাংশ।
দিনের সর্বনিম্ন জলীয় বাষ্পঃ ৫১ শতাংশ।
বাতাসের গতিঃ ১.৪ কিমি/ঘন্টা।
বৃষ্টির সম্ভাবনাঃ নেই।
সূর্যোদয়ঃ ৬ টা বেজে ১৮ মিনিট।
সূর্যাস্তঃ ৫ টা বেজে ১৯ মিনিট।

উত্তরবঙ্গের আবহাওয়া

মুর্শিদাবাদ, জলপাইগুড়ি সহ সমতলের বেশ কিছু জেলায় শনিবার মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়ে সড়ক ও রেল পরিবহনের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করবে। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে উত্তরবঙ্গ থেকে এখনই শীত বিদায় নিচ্ছে না। আরো কিছুদিন শীতের আমেজ বজায় থাকবে গোটা উত্তরবঙ্গ জুড়ে। সপ্তাহের প্রথম দিকে দার্জিলিং ও কালিম্পং জেলায় সামান্য বৃষ্টিপাত হলেও সপ্তাহের শেষ ভাগে এসে বৃষ্টির কোন সম্ভাবনা নেই পাহাড়ে। বৃষ্টিপাতের ফলে দার্জিলিং ও কালিম্পং জেলায় তাপমাত্রার ব্যাপক পতন হয়েছে। উত্তরবঙ্গের গড় তাপমাত্রা এই মুহূর্তে ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের মত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেশ শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে। আবহাওয়াবিদদের অনুমান দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় না নিলেও বাড়বে তাপমাত্রা। গতকাল কলকাতা শহরের বুকে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। সেই সাথে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমের জেলাগুলিতে সকাল থেকেই হিমেল হাওয়া চলার কারণে তাপমাত্রা স্বাভবিকের তুলনায় ৩ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে সকালের দিকে।

আগামীকালের আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় বাংলার আবহাওয়ায় খুব একটা পরিবর্তন আসবে না। তারপর থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টায় বাংলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে কুয়াশার দাপট থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রের মুখও দেখা যাবে।