পশ্চিমবঙ্গ ডেস্কঃ আসন্ন বিধানসভায় তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা কারা করবেন সে বিষয়ে কোনো প্রকার ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। তবে আসন্ন বিধানসভায় নন্দীগ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই। তবে কি তিনি আসন্ন বিধানসভা ভোটে ভবানীপুর ও নন্দীগ্রামে দুটি কেন্দ্র থেকেই লড়বেন ? প্রশ্ন উঠছে বারবার।
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর নন্দীগ্রামকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু তৃণমূল ছাড়ার পর জানুয়ারি মাসে প্রথমবার নন্দীগ্রামে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভাতেই তিনি দলত্যাগী শুভেন্দুর উদ্দেশ্যেই বড় চমক দিয়েছিলেন।
তিনি সেই সভাতে জানিয়েছিলেন, “ভাবছি এবারে নন্দীগ্রামে এমন কাউকে প্রার্থী করব। যে আপনাদের কাছে সব সময় উপস্থিত থাকবে এবং আপনাদের কাজ করবে। ভালো কাউকে প্রার্থী করব। ভাবছিলাম আমি যদি নিজেই দাঁড়ায় তাহলে কেমন হয় ? একটু গ্রামের জায়গা, অবশ্য আমার মনের জায়গা। আমি হয়তো ভোটের আগে বেশি আসতে পারবো না এখানে। আমাকে ২৯৪ টা আসনেই লড়তে হবে। আপনারাই সব করে দেবেন। ভোট হবার পর যা করার আমি করব।” এছাড়াও তিনি জানিয়েছিলেন, “নন্দীগ্রামের সঙ্গে আমার আত্মার একটা টান আছে। আমি আমার নিজের বিবেক থেকেই বলছি। নন্দীগ্রাম টা আমার জন্য লাকি। এখন থেকেই লড়বো। আর ২৯৪ টি আসনেই তৃনমূল কংগ্রেস জিতবে।”
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই সাড়া দিয়েছেন যে তিনি নন্দীগ্রামে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন। একই সঙ্গে তিনি কি ভবানীপুরেও দাঁড়াবেন ? না তিনি ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন না। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে।
এবার শুভেন্দু অধিকারীর সাথে সরাসরি লড়তে নন্দীগ্রামে মমতা। নন্দীগ্রামে জনসভার পর গেরুয়া বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানান, ‘আগে ভবানীপুর সামলান, তারপর নন্দীগ্রাম নিয়ে ভাববেন’। এবার তিনি সেই কথা মাথায় রেখে ভবানীপুর কেন্দ্র থেকে লড়ছেন না। তিনি এবার শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে লড়বেন।