বিশ্বকাপ ফুটবলঃ– কাতার বিশ্বকাপের ফেভারিট দল হিসেবে অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। তবে তাদের উদ্বোধনী ম্যাচে আন্ডারডগ সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে নক আউটে যাওয়ার রাস্তা ক্রমশ দুর্গম করে ফেলে তারা। প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর গত রবিবার মরণ-বাঁচন ম্যাচ খেলতে নামে মেসি বাহিনী। সেই ম্যাচে মেসি একটি দূরপাল্লার শটে গোল করে আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন এবং ম্যাচের শেষের দিকে তরুণ এনজো ফার্নান্দেজের গোলে জয় নিশ্চিত করে মেসি বাহিনী। তা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনে আর্জেন্টাইন শিবিরে। তবে আর্জেন্টিনার বিশ্বকাপের গ্রুপ থেকে কোয়ালিফাই করা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি।
আজ পোল্যান্ডের বিরুদ্ধে কি ফলাফল হলে মেসিরা পরের রাউন্ডে যেতে পারবে ? আসুন জেনে নেওয়া যাক –
মেক্সিকো বিরুদ্ধে জয় পেয়ে আর্জেন্টিনা দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে । দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে রয়েছে পোল্যান্ড। তিন পয়েন্ট নিয়েও গোল পার্থক্যের জন্যে তৃতীয় স্থানে আছে সৌদি আরব এবং মেক্সিকো এক পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
এখনো গ্রুপ সি-এর গ্রুপ পর্বের দুটি ম্যাচ বাকি আছে। তবে চারটি দলই এখনও রাউন্ড অফ সিক্সটিন খেলার যোগ্যতা অর্জনের সুযোগ নিয়ে জীবিত রয়েছে। এই গ্রুপ থেকে শীর্ষে থাকা দুই দল যোগ্যতা অর্জন করবে রাউন্ড অফ সিক্সটিন এর জন্য। আর্জেন্টিনা সহ গ্রুপ পর্বের ভাগ্য নির্ধারণ করা হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিন। আজ রাত ভারতীয় সময় রাত ১২.৩০ ও বাংলাদেশ সময় রাত ১টায় যেখানে দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মেসি বাহিনী মুখোমুখি হবে রবার্ট লেওয়ান্ডোস্কির পোল্যান্ডের সাথে এবং অন্যদিকে লুসাইল স্টেডিয়ামে একই সময় মুখোমুখি হবে সৌদি আরব ও মেক্সিকো।
কিভাবে আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ২০২২ এর নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করতে পারে ?
সম্ভবনা ১ঃ পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়
লিওনেল মেসির আর্জেন্টিনা দলের বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন যোগ্যতা অর্জন করার জন্য পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জয় পেতে হবে। তাহলে ম্যাচ শেষে তাদের পয়েন্ট সংখ্যা হয়ে দাঁড়াবে ৬ এবং পোল্যান্ড শেষ করবে চার পয়েন্ট নিয়ে। অন্যদিকে মেক্সিকো বনাম সৌদি আরব ম্যাচে যদি সৌদি আরব জয়লাভ করে তাদেরও পয়েন্ট সংখ্যাও হবে ৬। তবে সৌদি আরবের তুলনায় গোল পার্থক্যে এগিয়ে আছে আর্জেন্টিনা, তাই গ্রুপ সি এর শীর্ষস্থানে শেষ করবে আর্জেন্টিনা। আর সৌদি আরবকে গ্রুপ পর্বের শীর্ষস্থানে শেষ করতে হলে অনেক গোলের ব্যবধানে মেক্সিকোকে পরাস্ত করতে হবে।
সম্ভবনা ২ঃ পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ড্র
আর্জেন্টিনা গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পোল্যান্ডের বিপক্ষে ড্র করলে সমীকরণটা আরো জটিল হয়ে দাঁড়াবে। ম্যাচটি ড্র করলে শেষ পর্যন্ত আর্জেন্টিনার পয়েন্ট সংখ্যা হবে ৪ এবং পোল্যান্ড ম্যাচটি থেকে ১ পয়েন্ট সংগ্রহ করলে তাদের পয়েন্ট সংখ্যা হবে ৫। তখন গ্রুপ শীর্ষে থাকা অসম্ভব হয়ে যাবে মেসি বাহিনীর জন্য। এমন পরিস্থিতিতে, কাতারে বিশ্বকাপের নকআউটে খেলার যোগ্যতা অর্জনের জন্য আর্জেন্টিনাকে নির্ভর করতে হবে মেক্সিকো বনাম সৌদি আরবের ম্যাচের ফলাফলের উপর। আর্জেন্টিনার জন্য সবথেকে খারাপ পরিস্থিতি হবে সৌদি আরবের জয়। যেখানে এশিয়ান দলটি ৬ পয়েন্ট নিয়ে শেষ করবে গ্রুপ পর্বের শীর্ষে এবং ৫ পয়েন্ট নিয়ে পোল্যান্ড থাকবে দ্বিতীয় স্থানে। তখন টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে আর্জেন্টিনাকে।
তবে মেক্সিকো বনাম সৌদি আরবের ম্যাচে মেক্সিকো জয়লাভ করলে তাদের পয়েন্ট সংখ্যা হবে ৪। এই ক্ষেত্রে মেক্সিকানদের তুলনায় ইতিবাচক তিন গোলের পার্থক্যের জন্য যোগ্যতা অর্জন করবে আর্জেন্টিনা। মেক্সিকোকে গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করতে হলে তিন গোলের ব্যবধানে সৌদি আরবকে পরাজিত করতে হবে।
যদি মেক্সিকো এবং সৌদি আরব ম্যাচটি ড্র করে। তাহলে আর্জেন্টিনা এবং সৌদি আরব উভয়ই চার পয়েন্টে শেষ করবে। তবে আর্জেন্টিনা তাদের উচ্চতর গোল পার্থক্যের সৌজন্যে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করবে এবং নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে।
সম্ভবনা ৩ঃ পোল্যান্ডের কাছে আর্জেন্টিনা হারলে
আর্জেন্টিনা যদি পোল্যান্ডের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে যায়, তাহলে মেক্সিকো এবং সৌদি আরবের মধ্যে অন্য ম্যাচে যাই ঘটুক না কেন, ২০২২ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে আর্জেন্টিনাকে। পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হারার ফলে আর্জেন্টিনা ৩ পয়েন্টে নিয়ে শেষ করবে এবং পোল্যান্ড ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করবে। আর্জেন্টিনাকে ২০২২ ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে দেবে।
উল্লেখ্য, আর্জেন্টিনা পোল্যান্ডের বিরুদ্ধে জয় পেলে আর কোন ম্যাচের ওপর নির্ভর করতে হবে না মেসিদের।