পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গতকালের মত আজও তাপমাত্রার উত্থান অব্যাহত রয়েছে। সেই সাথে আজ সকালে রাজ্য জুড়ে দেখা গিয়েছে কুয়াশার দাপট। বিশেষত কলকাতা শহরের উপর বিস্তীর্ণ এলাকা ঢেকে গিয়েছিল কুয়াশার চাদরে। সেই সঙ্গে বইছিল ফুরফুরে হাওয়া। যার কারণে তাপমাত্রা বেশি হওয়া সত্ত্বেও তার অনুভূতি অনেকটা কম ছিল। দেখে নিন কেমন থাকবে আজকের (৮ই ফেব্রুয়ারী ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২০.৭ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৯ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৯১ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৪২ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৩মিনিট
সূর্যাস্তঃ ৫টা ২৯মিনিট
দক্ষিণবঙ্গের আবহাওয়া
গোটা বাংলাতেই সকালের দিকে আজ বেশ কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছিল এবং আগামী ৩-৪ দিন এমনই কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সকালের দিকে আকাশ মেঘলা থাকবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ঝলমল করে রোদ ওঠার পাশাপাশি তাপমাত্রা বাড়তে থাকবে। আপাতত আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শহরের তুলনায় পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। আজ দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ঘোরাঘুরি করবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বেশ ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। বিশেষত কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আগামী ৪৮ ঘন্টা আরও কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা খানিকটা কম থাকলেও উত্তরবঙ্গ থেকেও শীত কার্যত বিদায় নিয়েছে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলি আপাতত শুষ্ক থাকবে। কিন্তু দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলাতে আগামী ২-৩ দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের গড় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামী এক সপ্তাহ তাপমাত্রার এই উত্থান পতন লেগেই থাকবে। আগামী ১০ তারিখ পর্যন্ত টানা প্রতিদিন তাপমাত্রা বাড়তে থাকবে। তারপর ১১, ১২ এবং ১৩ তারিখে ফের তাপমাত্রা নিম্নগামী হবে। হাওয়া দপ্তরের থেকে বলা হয়েছে, আবারও তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁতে পারে। তবে ১৪ই ফেব্রুয়ারি পর থেকে বঙ্গে শীত আর তেমনভাবে অনুভূত হবে না। তবে শীত কমলেও এই মুহূর্তে বাংলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সেই সঙ্গে রাজ্যের কয়েকটি জেলাতে কুয়াশার হাই এলার্ট জারি করা হয়েছে।