পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ মাঘের শুরু থেকেই টাটা-পোড়া রোদ এবং দিনের অসহ্য গরমের পর, অবশেষে এক ধাক্কায় নামতে চলেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকালের মধ্যেই তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। দেখে নিন কেমন থাকবে আজকের (২রা ফেব্রুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ২.১ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৬২ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৪৪ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৫মিনিট
সূর্যাস্তঃ ৫টা ২৬মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়ায় আগামী ৫ দিন তেমন কোন বড় পরিবর্তন পরিলক্ষিত হবে না। এমনিতেই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকে। আগামী ৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে। মাঝেসাজে কোথাও বিক্ষিপ্তভাবে কুয়াশা দেখা যেতে পারে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও তুষারপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে উত্তরবঙ্গের গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৪-৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের ১৩ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। স্বভাবতই কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলি এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে। তাই সেখানকার তাপমাত্রা আবারও ১০ ডিগ্রি থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। মাঝেমধ্যে হালকা কুয়াশা দেখা যেতে পারে। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া আজকের মতই থাকবে। তবে দক্ষিণবঙ্গে আজ থেকে আগামীকালের তাপমাত্রা আরো খানিকটা কম থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিস্কার থাকবে। বিক্ষিপ্তভাবে গোটা বাংলা জুড়ে হালকা কুয়াশা দেখা যেতে পারে। ঠান্ডার এই যাত্রা চলবে আগামী সোমবার বিকেল পর্যন্ত।