পশ্চিমবঙ্গ ডেস্কঃ উত্তরে হাওয়ায় কাঁপছে বঙ্গের আবহাওয়া। এবার শেষ ইনিংসটা খেলতে চাইছে শীত। মাঝে মাঝে শীত উধাও আবার জাঁকিয়ে শীত তবে এবার শীতের কামব্যাক ইনিংস জমজমাট।
গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রী সেলসিয়াস। রবিবার এক ধাক্কাতেই প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পারদ নেমেছে। মাঘের প্রায় অর্ধেক পেরিয়ে গেলেও। বঙ্গের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে শীতের আমেজ। কলকাতা সহ বেশ কিছু এলাকায় ঝড়ো ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে উত্তরে হাওয়ার দাপটে। সকালবেলায় শীতের আমেজটা বেশ ভালোই জমজমাট। রাতে শীতের আমেজ বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে শীত প্রিয় মানুষ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বুধবার পর্যন্ত থাকবে শীতের প্রভাব। তবে তাপমাত্রার পারদ আরো নিচে নামতে পারে বলে খবর। উত্তরবঙ্গে দেখা যাবে ঘন কুয়াশার দাপট। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহ জুড়ে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। শনিবার তাপমাত্রার পারদ কিছুটা বেড়ে গেলেও। রবিবার তাপমাত্রার পারদ এর বেশ পতন ঘটেছে। প্রায় এক ধাক্কাতেই ৩ ডিগ্রি সেলসিয়াস নেমেছে তাপমাত্রার পারদ। তবে এ বছরের মরশুমে সোমবার উত্তরা হাওয়ার দাপটে বছরের শীতলতম দিন হিসেবে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আজকের আবহাওয়া (Weather):
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রী বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কাতেই ৩ ডিগ্রি তাপমাত্রা পতন ঘটল। আজ সোমবার আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ ৫২ শতাংশ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত থাকবে শীতের দাপট। দক্ষিণ বঙ্গের জেলা গুলির আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের আকাশ থাকবে কুয়াশার চাদরে ঢাকা। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, বিভিন্ন দৃশ্যমান স্থানগুলি ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।