পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত ২৪ ঘন্টায় প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দিনের সর্বনিম্ন তাপমাত্রার উত্থান ঘটেছে। সেই সাথে সকালের দিকে দেখা গিয়েছে ঘন কুয়াশার দাপট। কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে এসেছে ১০০ মিটারের কাছাকাছি। এই ছবি শুধু কলকাতা শহরের উপরে দেখা গিয়েছে তা নয়, সারা বাংলারই প্রায় একই অবস্থা। কুয়াশার কারণে সকালের দিকে আকাশ খানিকটা মেঘলাও রয়েছে। তবে বেলা বাড়তেই দেখা মিলছে রোদ ঝলমলে আবহাওয়ার। দেখে নিন কেমন থাকবে আজকের (৭ই ফেব্রুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৪ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৯১ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৫৫ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৩মিনিট
সূর্যাস্তঃ ৫টা ২৯মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গ থেকে এখনই শীত পুরোপুরি উবে যায়নি। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে এখনো অব্দি শীতের আমেজ বেশ ভালোভাবেই বজায় আছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বেশ ঘন কুয়াশার দাপট দেখা যাবে আগামী কয়েক দিন। সেই সাথে উত্তরবঙ্গের রাতের সর্বনিম্ন তাপমাত্রাতেও আগামী ৪-৫ দিন বিরাট কোন পরিবর্তন আসবে না। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলি শুষ্ক থাকলেও দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী ৩-৪ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আকাশে, যার ফলে হু হু করে বাড়ছে দিনের তাপমাত্রা। তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসার পরেও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সেই সাথে দক্ষিণবঙ্গে উত্তুরে হওয়ার প্রভাব কমতে শুরু করেছে এবং ধীরে ধীরে বাড়ছে দক্ষিণী হাওয়ার প্রভাব। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন সকালের দিকে বেশ কুয়াশার দাপট দেখা যাবে। কলকাতা শহরের থেকে দূরবর্তী জেলাগুলি এবং পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কম থাকলেও কলকাতা শহরের উপর শীত পুরোপুরি গায়েব। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটের উপর ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আশার কথা এই যে, আগামী ৪৮ ঘণ্টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় উত্থান ঘটার সম্ভাবনা থাকলেও আগামী বৃহস্পতিবার থেকে আবারও নিম্নগামী হবে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত লাগাতার তাপমাত্রার পতন ঘটবে। আবহাওয়া দপ্তরের মতে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় গিয়ে থামতে পারে। তাপমাত্রার এই উত্থান পতন চলতে থাকবে আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত।