bird flu, bird flu in kerala, বার্ড ফ্লু, কেরলে বার্ড ফ্লু
করোনার মাঝে আতঙ্ক বাড়াচ্ছে বার্ড ফ্লু! সংক্রমণ ঠেকাতে হত্যা ৬ হাজার পাখির

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত কয়েক বছর ধরেই অতিমারি করোনার কারণে জর্জরিত সাধারণ মানুষ। এর পাশাপাশি জানা যাচ্ছে, কেরলের কোত্তায়াম জেলায় দেখা দিয়েছে বার্ড ফ্লু। তবে সেই সংক্রমণকে থামাতে কেরলের কোত্তায়াম জেলার ৩ পঞ্চায়েতে হত্যা করা হয়েছে ৬০০০ পাখিকে।

মূলত পাখিদের শরীরেই ছড়িয়ে পড়ে বার্ড ফ্লু। ফলে মৃত্যু হয় বহু পাখির। তবে চিকিৎসকদের মতে জানা গিয়েছে, এটি একটি ছোঁয়াচে রোগ। ফলে পাখিদের শরীর থেকে এই রোগ ছড়িয়ে পড়ে মানুষের শরীরেও। তাই সেই সংক্রমণ যাতে উর্ধ্বমুখী না হয় তার জন্যই কেরলের কোত্তায়াম জেলার ভেচুর, নিন্দুর ও আরপুকারা নামক তিন এলাকায় ৬০০০ পাখিকে হত্যা করা হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, এই বার্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে লাক্ষাদ্বীপের বিভিন্ন জায়গায় প্রশাসন চিকেন সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। দক্ষিণ ভারতের রাজ্য থেকেই প্রথম সূত্রপাত ঘটে এই বার্ড ফ্লু সংক্রমণের। তবে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, এই বার্ড ফ্লু সংক্রমণ থেকে বাঁচতে হলে হাঁস-মুরগি প্রভৃতি পাখিদের না খাওয়াই উচিত।

গত তিন বছরে মারণরোগ করোনা ভাইরাসের তাড়নায় দিশেহারা মানুষের জীবন। আর তার মাঝেই ফের এই ভয়ঙ্কর রোগ বার্ড ফ্লু। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কড়া নিরাপত্তার ওপর নজরদারি করার নির্দেশ দিয়েছে ভারত সরকার সহ অন্যান্য মন্ত্রীরা।