weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
ভারী বৃষ্টির সাথে সাথে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ, কমলা সর্তকতা একটি জেলার জন্য | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে জারি রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। গত কয়েক দিন ধরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হয়েছে হয়েছে গোটা রাজ্য জুড়ে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাতাসের সঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে। যার কারণে দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গের আকাশ জুড়ে ভর করছে কালো মেঘ। পাশাপাশি গোটা রাজ্য জুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি।

তবে আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন ভারী বৃষ্টির জেরে কমলা সর্তকতা জারি করা হয়েছে আলিপুরদুয়ারে। আজ সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। গোটা রাজ্য জুড়ে বৃষ্টির ধারা অব্যাহত থাকলেও কমছেনা তাপমাত্রার পারদ।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আজকের আবহাওয়াঃ ভারী বৃষ্টির সাথে সাথে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ | ছবি – সংগৃহীত

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। যার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগছে বঙ্গবাসী। ইতিমধ্যেই রেহাই মিলবে না এই ভ্যাপসা গরমের থেকে। আগামী কয়েকদিন এমন আবহাওয়ায় জারি থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সপ্তাহ শেষে অর্থাৎ রবিবার থেকে বঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ

আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৫ শতাংশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে, তবে একই স্থানে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
ভারী বৃষ্টির সাথে সাথে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ, কমলা সর্তকতা একটি জেলার জন্য | ছবি – সংগৃহীত

আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার জেলায়। এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদাহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। এই জেলা গুলিতে আজ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি না হওয়ার কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দপ্তর।