robot nurse, north 24 parganas, রোবট নার্স, উত্তর ২৪ পরগনা
বিজ্ঞানের সহায়তায় উত্তর ২৪ পরগনার এক বেসরকারি হাসপাতালে আবির্ভাব রোবট নার্সের

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ উন্নতির পথে আরো একধাপ এগিয়ে গেল চিকিৎসা বিজ্ঞান। তৈরি করল মানব নার্সের মতো রোবট নার্স। মানব নার্সেরা রোগীর যেভাবে সেবা করে ঠিক সেভাবেই সেবা করতে পারবে এই রোবট নার্স। উত্তর ২৪ পরগনার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার উদ্বোধন হবে এই রোবট নার্স।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে উদ্বোধন হবে এই রোবট নার্সের। তবে কোন বিজ্ঞানী তৈরি করল এই রোবট নার্স? জানা গিয়েছে, এক বেসরকারি কলেজের কিছু পড়ুয়া ও বিজ্ঞানী ডঃ অঙ্কুশ ঘোষ প্রায় দেড় বছরের প্রচেষ্টায় ওই রোবট নার্সকে তৈরি করেন। এই রোবর্ট নার্সকে তৈরি করার জন্য প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান বিজ্ঞানী ডঃ অঙ্কুশ।

তবে এখনই সব হাসপাতালে এই রোবট নার্স চালু হচ্ছে না। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের এক বেসরকারি হাসপাতালে ট্রায়াল রান শুরু হবে এই রোবট নার্সের। তবে কলকাতায় ওই রোবট নার্সের ট্রায়াল রান না হওয়া নিয়ে ডক্টর অঙ্কুশ জানিয়েছেন, অন্যান্য জায়গায় এই রোবট নার্সের ট্রায়াল শুরু হলে কোনো সমস্যা হলে চাকরি হারাতে পারে সেই হসপিটালের কর্মীরা। তাই মধ্যমগ্রামের এই বেসরকারি হাসপাতালেই বৃহস্পতিবার উদ্বোধনের পর থেকে শুরু হবে ট্রায়াল রান। আর এই ট্রায়াল রান সফল হলে চিকিৎসা বিজ্ঞানে যে আমূল পরিবর্তন আসবে তা বলার অপেক্ষা রাখে না।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের এই বেসরকারি হাসপাতালে রোবট নার্স-এর উদ্বোধন করেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। এই রোবট নার্স একাধারে মাপতে পারবে রোগীর জ্বর, খাওয়াতে পারবে ওষুধ, তার সাথে সাথে রোগীর প্রশ্নের উত্তরও দিতে পারবে বলে জানা গিয়েছে।

তবে হঠাৎ এই রোবট নার্স তৈরি করার পরিকল্পনা প্রসঙ্গে ডক্টর অঙ্কুশ জানান, করোনাকালীন সময়ে রোগীদের সংস্পর্শে আসতে ভয় পাচ্ছিলেন বহু চিকিৎসক ও নার্স। তাই সেই সময়ের কথা ভেবেই এই রোবট নার্স তৈরি করা হয়েছে। এছাড়া তিনি আরো বলেছেন যে, এই ৫ ফুট উচ্চতা সম্পন্ন রোবট নার্স সবকিছুই করতে পারবে ঠিক মানব নার্সের মতো। এমনকি এই রোবট নার্সের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর সাথে যোগাযোগও করতে পারবে।