West Bengal Municipal Elections 2022, ফিরহাদ হাকিম, প্রার্থী তালিকা, আইপ্যাক
প্রার্থী তালিকা নিয়ে সোজাসুজি আইপ্যাককে কাঠগড়ায় তুললেন ফিরহাদ হাকিম | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই দলের অন্দরমহলে শুরু হয়ে গিয়েছে চরম অশান্তি। তালিকা নিয়ে ইতিমধ্যেই দলের কর্মী-সমর্থকদের তরফে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ শুরু হয়েছে। ঠিক এই সময়ে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম মুখ্য নেতৃত্ব ফিরহাদ হাকিম বিস্ফোরক দাবি করলেন তালিকা প্রকাশ নিয়ে।

ফিরহাদ হাকিম তালিকা প্রকাশ নিয়ে জানিয়েছেন যে, পাসওয়ার্ড এর অপব্যবহার করা হয়েছে এবং অন্যায় ভাবে দলের তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তিনি বলেন “আমার কাছে ওয়েবসাইটের পাসওয়ার্ড রয়েছে বলে সেটা আমি হঠাৎ করে দিয়ে দিলাম। এটা অন্যায় ! এই পাসওয়ার্ডটা কেউ অন্যায় ভাবে ব্যবহার করেছে।”

আজ সাংবাদিকদের সামনে ফিরহাদ হাকিম বলেন “টিকিটের চাহিদা খুবই বেশি। কিন্তু পার্থদা ও বক্সীদারা অনেক কষ্ট করে সকলের সঙ্গে কথা বলে এবং আইপ্যাক এর দেওয়া লিস্ট নিয়ে একটি তালিকা বের করেছেন। তার আগে বিভ্রান্ত করার জন্য অনেকে লিস্ট তৈরি করেছেন। আমিও একটা তালিকা তৈরী করে দিয়েছি। কিন্তু সেটা ছড়িয়ে দেওয়াটা অন্যায়। আমার কাছে ওয়েবসাইটের পাসওয়ার্ড রয়েছে বলে, সেটা আমি হঠাৎ করে দিয়ে দিলাম। এটা অন্যায় ! এই পাসওয়ার্ডটিও অন্যায় ভাবে ব্যবহার করা হয়েছে। সুতরাং এটা অন্যায় ! যে তালিকা সুব্রত বক্সী সই করে দিয়েছেন সেটাই চূড়ান্ত তালিকা।”

তবে এই বিষয় নিয়ে আইপ্যাক সূত্রে জানা গিয়েছে যে, সবার সিদ্ধান্ত নিয়েই তালিকা প্রস্তুত করা হয়েছিল। তাহলে কি দলের অশান্তিকে ধামাচাপা দিতে আইপ্যাক এর দিকে আঙ্গুল তোলা হচ্ছে ? প্রশ্ন থেকে যাচ্ছেই।

গতকাল তৃণমূলের মুখ্য নেতা তথা পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুব্রত বক্সীরা সাংবাদিক সম্মেলন করে পুর ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেন। কিছুক্ষনের মধ্যেই ওয়েবসাইটে এবং সোশ্যাল হ্যান্ডেলে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা সামনে আসতেই প্রার্থী নিয়ে বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় বিক্ষোভ।