narendra modi, BJP, west bengal, নরেন্দ্র মোদি, বিজেপি, পশ্চিমবঙ্গ
বাংলায় প্রতিকূলতার মধ্যেই কাজ করছে কর্মীরা - সুকান্ত মজুমদারকে থামিয়ে বক্তব্য মোদিজির

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই গোষ্ঠী কোন্দলের মুখে রাজ্য-বিজেপি। ভোটের আগে কর্মীদের চাঙ্গা করতে কোমর বেঁধে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই। দিল্লিতে দলীয় কর্মসমিতির বৈঠকে বঙ্গ বিজেপির কর্মীদের প্রশংসা করলেন নরেন্দ্র মোদি।

গত বছর বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নেমেছিল রাজ্য বিজেপি। বিজেপির আশা ছিল ভোটে জিতে তারা বাংলার ক্ষমতায় আসতে পারবে। কিন্তু ভোটের ফল প্রকাশ হওয়ার পর দেখা যায় ভোটের আগের নেতাদের আস্ফালন সেই হারে ভোট বাক্সে প্রতিফলিত হয়নি। তাতে করেই কর্মীদের মনোবল আরো ভাঙ্গতে শুরু করে। দলের পরিস্থিতি যে মোটেই ভালো নয়, এদিন সে কথাই তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সোমবার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বাংলায় দলের পরিস্থিতি সম্পর্কে একটি রিপোর্ট পেশ করেন রাজ্য-বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। জানা গিয়েছে, সুকান্ত মজুমদারের বক্তব্য পেশের শুরুতেই প্রধানমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বলেন, আমাদের কর্মীরা বাংলার বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেই কাজ করছেন, এই কথাটি স্মরণে রেখে বাংলার কথা শোনা দরকার।

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই তাৎপর্য বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। বাংলার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের আগেই সুকান্ত মজুমদারকে থামিয়ে দিয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তাতে স্পষ্ট বোঝা গিয়েছে প্রধানমন্ত্রী রাজ্যের দলীয় পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল।

তিনি চাননি রাজ্যের নেতারা এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বভারতীয় ক্ষেত্রে সমালোচনার মুখে পড়ুক। যদিও প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে সুষ্ঠুভাবেই সুকান্ত বাবু রাজ্য সম্পর্কে তার রিপোর্ট পেশ করেছেন। রিপোর্টে তিনি দাবি করেন, ভোট পরবর্তী সময়ে গত বছরের শেষের দিকে নবান্ন অভিযানের পর থেকে বিজেপির কর্মীদের অবস্থান আবার দৃঢ় হতে শুরু করেছে।

রাজ্যে দলের সংগঠন সম্পর্কে বলতে গিয়ে এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থার চিত্র ব্যাক ড্রপে রেখে বাংলার কথা শোনা উচিৎ। নাড্ডাজি বলেছেন, গোটা দল পশ্চিমবঙ্গের বিজেপির সাথে রয়েছে।