adhaar card, aadhaar card, how to correct information in adhaar card, আধার কার্ড, আধার কার্ডের ভুল সংশোধনের পদ্ধতি, Uidai
আধার কার্ডে ভুল তথ্য ? পড়তে পারেন সমস্যায় ! জানুন বাড়িতে বসেই সংশোধনের পদ্ধতি

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আধার কার্ডের দ্বারা এখনো অবধি ভোট দেওয়া না গেলেও ভারতবর্ষের একজন নাগরিকের কাছে পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। কিন্তু আধার কার্ডে ভুল তথ্য থাকার কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। আর এমনটা আজকাল প্রায়ই ঘটছে।

আধার কার্ডের থাকা ভুল নিয়ে মানুষের বিড়ম্বনার শেষ নেই। অনেক সময় সঠিক পদ্ধতি না জানা থাকার কারণে মানুষকে সরকারি দপ্তরের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হয় আবার অনেক সময় অনেক কাঠখড় পোড়ানোর পরেও সমস্যার যথাযথ সমাধান হয় না। তাই আর সময় নষ্ট না করে ঘরে বসেই অনলাইন এর মাধ্যমে কিভাবে আধার কার্ডে থাকা তথ্য সংশোধন করা যায় সেই পদ্ধতি জেনে নিন।

তবে এই পদ্ধতিতে আধার কার্ডের তথ্য সংশোধন করার জন্য সর্বপ্রথমে আধার কার্ডের সঙ্গে নিজের মোবাইল নম্বরটি লিংক করাতে হবে। যদি মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিংক না থাকে তাহলে প্রথমে এটি করিয়ে নিতে হবে। আর যদি মোবাইল নাম্বার পূর্ব থেকেই আধার কার্ডের সঙ্গে লিংক করানো থাকে তাহলে নিম্নলিখিত কয়েকটি ধাপের মধ্যে দিয়ে আধার কার্ডের ভুল তথ্য সংশোধন করা যাবে।

জেনে নিন নিয়মাবলী গুলিঃ-

  1. প্রথমে https://ssup.uidai.gov.in/ssup/ লিঙ্কে ক্লিক করতে হবে।
  2. এরপর সাইটটি খোলার পর ‘প্রসিড টু আপডেট আধার’-এ গিয়ে নিজের মোবাইল নম্বর দিতে হবে।
  3. এরপর আধারের সাথে লিংক করা মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। সেটা দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
  4. এরপর ‘আপডেট ডেমোগ্রাফিক্স ডাটা’-তে যেতে হবে। সেখানে গিয়ে নাম বা যা বদলাতে হবে সেখানে গিয়ে ‘প্রসিড’ এ ক্লিক করতে হবে।
  5. এরপর নেক্সট পেজে গিয়ে আধারের সংশোধিত তথ্যের সমর্থনে সফট কপি (ভোটার আইডি, প্যান বা ইলেকট্রিসিটি বিল) আপলোড করতে হবে।
  6. আপলোড করার পর ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
  7. এরপর একটা আপডেট রিকোয়েস্ট নম্বর দেওয়া হবে যা দিয়ে পরবর্তীতে সংশোধিত তথ্যের স্টেটাস চেক করা যাবে।