aadhar card, aadhar update, আধার কার্ড,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্ক: আধার কার্ডে মাঝেমধ্যেই নামের ভুল, বয়সের ভুল অথবা অ্যাড্রেস ভুল দেখা যায়। কিন্তু এবার আর কোন ঝামেলা ঝঞ্ঝাট নয়। এবার আপনি বাড়িতে বসে ফোনের মাধ্যমেই পরিবর্তন করতে পারবেন আপনার আধার কার্ডের ভুলগুলি।

কাজ কর্মে ব্যস্ত থাকা বা অফিসে থাকার কারণে অনেক সময় আধার কেন্দ্রে যাওয়া হয়ে ওঠে না। আধার কার্ডের অ্যাড্রেস অন্য ঠিকানায় রয়েছে। কিন্তু পরিবর্তন করাটা অতি জরুরী। তারপরও ব্যস্ততার কারণে বছর বছর ওই ভুল ঠিকানাতেই কাজ চালাতে হচ্ছে। এছাড়াও ভুলভ্রান্তি নিয়েও বিভিন্ন অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের।

“বডি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া” (UIDAI) একটি টুইট করে জানিয়েছে, আধার সংক্রান্ত সমস্ত রকম সমস্যার সমাধান আপনি বাড়ি বসেই করতে পারবেন। আপনার ফোন থেকে ১৯৪৭ ডায়াল করুন এবং আপনার আধার সংক্রান্ত সমস্যাগুলো জানান। যেমন আপনার নামের বানান ভুল অথবা জন্ম তারিখ ভুল এছাড়াও অ্যাড্রেস ভুল থাকলে বাড়ি বসেই হয়ে যাবে কাজ। বিবাহের পরে মেয়েদের অভিভাবকের নাম বদলাতে হলে আপনাকে আধার কেন্দ্রে আসতে হবে। এছাড়াও আপনি যদি ছবি আপডেট করাতে চান বা ফোন নাম্বার রেজিস্ট্রেশন করতে চান। সেক্ষেত্রে আপনাকে আধার কেন্দ্রে আসতে হবে।

আধার কার্ড তৈরির সময় ফোন নাম্বার রেজিস্ট্রেশন করা হয়ে থাকে। এরপরও যদি ফোন নাম্বার রেজিস্ট্রেশন না হয়ে থাকে রেজিস্ট্রেশন করাতে চান তাহলে আধার কেন্দ্রে আসতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাড্রেস ভুল বা নামের বানান ভুল হয়ে থাকে। সেটা আপনি বাড়ি বসেই সঠিক করতে পারবেন কয়েক মিনিটের মধ্যে। এছাড়াও ১৯৪৭ ডায়েল করে আপনার নিকটবর্তী আধার কেন্দ্র কোথায় এবং আধার কেন্দ্রের ডিটেলস জানতে পারবেন।