yogi adityanath, hijab, শরিয়ত , যোগী আদিত্যনাথ, হিজাব বিতর্ক
"ভারত শরিয়ত দিয়ে নয়, চলবে সংবিধান দিয়ে", হিজাব বিতর্ক নিয়ে বললেন যোগী আদিত্যনাথ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিজাব বিতর্ক নিয়ে একটি সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ভারত শরিয়ত দিয়ে নয়, চলবে সংবিধান দিয়ে। শৃঙ্খলার জন্য একটি ড্রেস কোড রয়েছে। প্রতিটি সংস্থার নিজস্ব ড্রেস কোড প্রণয়নের অধিকার রয়েছে।

জানিয়ে রাখি, কর্ণাটকের উডুপি শুরু হয়েছিল হিজাব বিতর্ক। সেখানে স্কুলেই ছাত্র-ছাত্রীরা হিজাব পরিহিত অবস্থায় ক্লাসে প্রবেশ করায় প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে বাকি পড়ুয়ারা। হিজাবের প্রতিবাদে কয়েকজন পড়ুয়া গেরুয়া শল পরে ক্লাসের মধ্যে প্রবেশ করে। এই ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে। স্কুল-কলেজ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়। মুসলিম পড়ুয়ারা জানায়, হিজাব তাদের ধর্মের অংশ এবং সংবিধান তাদের ধর্ম পালনের অনুমতি দিয়েছে।

তবে এই হিজাব বিতর্ক নিয়ে এই প্রথমবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “দেশের ব্যবস্থা সংবিধান দ্বারা পরিচালিত হবে, শরিয়ত দ্বারা নয়। শৃঙ্খলার জন্য একটি ড্রেস কোড রয়েছে। প্রতিটি সংস্থার নিজস্ব ড্রেস কোড প্রণয়নের অধিকার রয়েছে, তবে আমাদের দেখতে হবে যে এটি ভারতের সংবিধান অনুযায়ী করা হয়েছে। এটি সবার স্বার্থে হবে।”

গত শুক্রবার কর্ণাটক হাইকোর্টে হিজাব বিতর্ক মামলার শুনানি হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি, ঋতু রাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত শুনানি শেষে জারি করা লিখিত আদেশ দিয়েছেন যাতে রাজ্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলি পুনরায় খুলে দেয় এবং গেরুয়া শাল, স্কার্ফ, হিজাব এবং কোনও ধর্মীয় পতাকা পরা থেকে দূরে থাকার আদেশ জারি করেছে হাইকোর্ট। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিভিন্ন রকম নির্দেশিকা জারি করেছে কর্ণাটক সরকার।