uttarpradesh election, উত্তরপ্রদেশ বিধানসভা ভোট, যোগী আদিত্যনাথ, বিজেপি
উত্তরপ্রদেশে যোগী ঝড়, ২০২৪ এর লোকসভা ভোটের আগে বড় জয় বিজেপির | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- সমস্ত বিরোধী জল্পনাকে উড়িয়ে দিয়ে ফের একবার উত্তরপ্রদেশের সিংহাসনে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ। প্রায় ৪৫ শতাংশ ভোট পেয়ে জনসংখ্যার বিচারে দেশের সবথেকে বড় রাজ্যে ফের সরকার গঠন করতে চলেছে বিজেপি।

উত্তরপ্রদেশে মোট সাতটি দফায় ৪০৩ টি আসনে বিধানসভা ভোট গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে এখনো পর্যন্ত পাওয়া শেষ আপডেট অনুযায়ী উত্তরপ্রদেশে ২৫৩ টি আসনের এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ১১৩ টি আসনে। তবে কংগ্রেস এর অস্তিত্ব উত্তরপ্রদেশ থেকে প্রায় শেষ বললেই চলে। তারা এগিয়ে রয়েছে দুটি আসনে।

উত্তরপ্রদেশে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গড়বে ও যোগী আদিত্যনাথ পুনরায় মুখ্যমন্ত্রী হবেন, এমনটাই সম্ভাবনা দেখা গিয়েছিল বুথ ফেরত সমীক্ষা থেকে। ঠিক তেমনই ফলাফল হল এবং কংগ্রেসকে  রীতিমত মুছে দিয়ে উত্তরপ্রদেশে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি।

অন্যদিকে কংগ্রেসকে পিছনে ফেলে দিয়ে মূল বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে অখিলেশ যাদব এর নেতৃত্বে সমাজবাদী পার্টি। প্রায় ৩২ শতাংশ মানুষের সমর্থন নিয়ে উত্তরপ্রদেশে শক্ত বিরোধী শক্তি হিসেবে বিধানসভায় অংশগ্রহণ করবেন অখিলেশ যাদবরা।

উত্তরপ্রদেশের ফলাফলঃ

দল জিত এগিয়ে মোট এগিয়ে
বিজেপি ১৭১ ৮২ ২৫৩
সমাজবাদী পার্টি ৬৩ ৫০ ১১৩
জাতীয় কংগ্রেস
অন্যান্য ১৯ ১৬ ৩৫

 

কথায় আছে ‘উত্তরপ্রদেশ যার ভারতে সরকার তার’। তাই উত্তরপ্রদেশে বিজেপির এত বড় জয়কে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক সমালোচকরা। তাদের ধারণা আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে কেন্দ্রে ফের সরকার গঠন করতে চলেছে বিজেপি।

এছাড়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর জয় উত্তরপ্রদেশের রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত। ৩৭ বছর পর উত্তরপ্রদেশের কোনও মুখ্যমন্ত্রী ফের নিজের সরকার বানাতে চলেছেন।