পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর। আসন্ন ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা শুরু হওয়ার আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা জানিয়েছে যে, এবার থেকে চাকরি প্রার্থীরা তাদের পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্রের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবে।
প্রসঙ্গত, আগামী ১১ ই ডিসেম্বর রাজ্যজুড়ে টেট পরীক্ষা। অনেক বিতর্কের মাঝে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে একাধিক নির্দেশিকা গ্রহণ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নিয়ে ইতিমধ্যেই জেলাগুলিকে ১৬ দফা গাইডলাইন পাঠানো হয়েছে পর্ষদ এর তরফ থেকে।
গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এই বিষয়ে বলেন, “প্রার্থীরা যে ওএমআর শিটে পরীক্ষা দেবেন। তার একটা কার্বন কপি নিয়ে তারা বাড়ি নিয়ে যেতে পারবেন। এই ধরনের ব্যবস্থা অগে কোন দিনও হয়নি।”
বর্তমানে প্রাথমিক এবং উচ্চ শিক্ষা পর্ষদের একাধিক মামলা হাইকোর্টে চলায় ভাবমূর্তি নষ্ট হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার। তাই আগামী টেট পরীক্ষায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে তাদের স্বচ্ছতার বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। এর ফলে ছাত্রছাত্রীরা বাড়ি গিয়ে প্রশ্নের সাথে নিজের উত্তর মিলিয়ে নিজেদের উত্তরপত্রের মূল্যায়ন করতে পারবে। এতে সুবিধা হবে পরীক্ষার্থীদের।
এছাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আরও জানানো হয়েছে যে, সিল করা প্রশ্নের প্যাকেট একমাত্র পরীক্ষার্থীরা হাতে পেয়ে তার পরেই খুলবে। ওই প্রশ্নের প্যাকেট খুলবেন না পরীক্ষকরা।
উল্লেখ্য, এবারের টেট পরীক্ষা গুলো হবে না কোন বেসরকারি কলেজে। পর্ষদ এর তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত সরকারি কলেজ এবং স্কুলগুলিকে পরীক্ষাকেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে।